ইংল্যান্ডে ৩৯ অভিবাসীর মৃত্যুর ঘটনায় এক পাচারকারীর কারাদণ্ড
২০১৯ সালে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পাচারকালে একটি ট্রাকে ৩৯ ভিয়েতনামী অভিবাসীর মৃত্যুর ঘটনার রায় দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালতে৷ রায়ে একজন ২৮ বছর বয়সি রোমানিয়ান নাগরিককে তিন বছর দশ মাসের কারাদণ্ড দিয়েছন বিচারক৷ এর আগে বেলজিয়ামেও একই ঘটনায় আরেকজন ভিয়েতনামি পাচারকারীকে দণ্ড দেয়া হয়েছিল।