স্পেনে বিমান থেকে পালানো ২২ অভিবাসীর মুক্তি না প্রত্যাবর্তন?
২০২১ সালে স্পেনের মায়োর্কাতে জরুরি অবতরণ করা একটি বিমান থেকে পালিয়ে যাওয়া ২২ অভিবাসীকে শর্তাধীন মুক্তি দিয়েছে আদালত৷ এরই মধ্যে ১৪ মাস বিচারপূর্ব জেল খেটেছেন তারা৷
২০২১ সালে স্পেনের মায়োর্কাতে জরুরি অবতরণ করা একটি বিমান থেকে পালিয়ে যাওয়া ২২ অভিবাসীকে শর্তাধীন মুক্তি দিয়েছে আদালত৷ এরই মধ্যে ১৪ মাস বিচারপূর্ব জেল খেটেছেন তারা৷
২০২২ সালের মাঝামাঝি সময়ে স্পেন-মরক্কো সীমান্তের মেলিলা ছিটমহলে সংগঠিত সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ১৩ অভিবাসীর সাজা বাড়িয়েছে মরক্কোর আপিল আদালত৷ প্রাথমিক রায়ে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হলেও আপিলে তাদের সাজা আরও ছয় মাস বেড়েছে৷
স্পেনে ২০২২ সালে অনিয়মিত অভিবাসনের হার আগের বছরের তুলনায় ২৫ শতাংশেরও বেশি কমেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাৎসরিক পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মরক্কোর একটি দল শনিবার মাঝরাতে এবং রোববার ভোররাতে স্পেনের মেলিলা ছিটমহলে প্রবেশ করেছে। একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে, আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দুটি স্থল সীমান্তের একটিতে কয়েক ডজন অভিবাসী প্রবেশের চেষ্টা করেছেন।
পশ্চিম আফ্রিকার সেনেগাল ও মরক্কোসহ বিভিন্ন উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে হাজার হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ এই বিশাল রূটে চলা অনেক অভিবাসী নৌকা উপকূলে পৌঁছার আগেই নিখোঁজ হয়ে যায়৷ দীর্ঘ অপেক্ষার পরেও ভুক্তভোগীদের পরিবারগুলো নিহত অথবা নিখোঁজ আত্নীয়দের কোন সন্ধান পান না৷
মরক্কোর উত্তরে অবস্থিত একটি সীমান্তবর্তী শহরে সক্রিয় একটি মানবপাচার নেটওয়ার্ক ভেঙে দেয়ার দাবি করেছে দেশটির পুলিশ। পাশাপাশি সন্দেহভাজন মানবপাচারকারী হিসেবে ২৩ জনকে আটক করার তথ্য দেয়া হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পুলিশ দুইজন সন্দেহভাজন মানরবপাচারকারীকে আটক করেছে৷ এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, এই দুই মানবপাচারকারী স্পেনের মেলিলা ছিটমহলে প্রবেশের পরিকল্পনা করছিলেন৷
মরক্কোর পুলিশ স্প্যানিশ ছিটমহল মেলিলার সীমান্তের কাছে ২৫ জন আফ্রিকান অভিবাসীকে গ্রেপ্তার করেছে। সীমান্ত পেরোতে গিয়ে জুন মাসে কমপক্ষে ২৩ জন প্রাণ হারান। একই ঘটনার সময় অভিবাসীদের অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন স্পেনের ন্যায়পাল।
মরক্কোর নাদোর শহরের আপিল আদালত জুন মাসের শেষ দিকে স্প্যানিশ ছিটমহল মেলিলায় অবৈধ প্রবেশের চেষ্টা্র অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৮ অভিবাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে৷ এর আগে প্রথম রায়ে তাদেরকে ১১ মাসের সাজা দেয়া হয়েছিল৷
ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখী একটি নৌকায় ওঠার চেষ্টার সময় এক নারী অভিবাসী মরক্কো পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম৷
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমন বাড়লেও ২০২০ সালের তুলনায় এই সংখ্যা অনেকটাই কমে এসেছে। স্পেন এবং মরক্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা কমার পর মরক্কো সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করায় এই পরিবর্তন এসেছে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা।
স্পেনর দক্ষিণপূর্ব অঞ্চলের সমুদ্র সৈকত থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ উত্তর আফ্রিকার কোন দেশ থেকে তারা নৌকায় করে স্পেনে আসার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে৷