মেলিলা ট্র্যাজেডি: আপিলে বাড়ল অভিবাসীদের সাজা
মরক্কোর একটি আদালত গত জুনে স্প্যানিশ ছিটমহল মেলিলা সীমান্তে সংঘর্ষের ঘটনায় দোষী সাব্যস্ত করে আট অভিবাসীকে দেয়া সাজা বাড়িয়েছে। মরক্কোতে অবৈধ প্রবেশসহ কয়েকটি অপরাধের দায়ে সংশ্লিষ্ট অভিবাসী পুরুষদের চার বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।