বলকান রুটে ইউরোপোলের ব্যাপক অভিযান
বলকান রুট ব্যবহার করা মানবপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত বড় একটি অভিযানে তিনশ ৮২জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ইইউ পুলিশ সংস্থা ইউরোপোল৷ অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইইউ’র প্রবেশদ্বার খ্যাত বুলগেরিয়া-তুর্কি সীমান্ত থেকে শুরু হয়ে পুরো পশ্চিম বলকান রুটে এই অভিযান চালানো হয়েছে৷