মানবপাচার রোধে ন্যূনতম মানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ: মার্কিন প্রতিবেদন
২০২২ সালের ট্র্যাফিকিং ইন পারসনস (টিআইপি) প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাতে যে তিন স্তরে দেশগুলোকে ভাগ করা হয়, তার মধ্যে দ্বিতীয় স্তরে (টিয়ার-২) রাখা হয়েছে বাংলাদেশকে।