অভিবাসী উদ্ধার, কৃষিখাতে নিয়োগ নিয়ে মিশর ও গ্রিসের মধ্যে চুক্তি
ভূমধ্যসাগর থেকে অভিবাসী উদ্ধার এবং মিশরি নাগরিকদের গ্রিসের কৃষিখাতে মৌসুমী কর্মী হিসেবে নিয়োগ দেয়া সংক্রান্ত দুটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে এথেন্স ও কায়রো৷
ভূমধ্যসাগর থেকে অভিবাসী উদ্ধার এবং মিশরি নাগরিকদের গ্রিসের কৃষিখাতে মৌসুমী কর্মী হিসেবে নিয়োগ দেয়া সংক্রান্ত দুটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে এথেন্স ও কায়রো৷
অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে শরণার্থীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে আফ্রিকার দেশ মিশরের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
ডক্টরস উইদাউট বর্ডারসসহ চারটি এনজিও বুধবার অভিযোগ করেছে, আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করে অভিবাসীদের মিশরে বহিষ্কার করছে মাল্টা কর্তৃপক্ষ। এমএসএফ আরও দাবি করেছে, এরকম ঘটনা এই প্রথম নয়৷ দেশটি এর আগেও অভিবাসীদের পুশব্যাক না করার নীতি লঙ্ঘন করেছে।
গত সপ্তাহে দশটি অভিযান থেকে অন্তত ৪৬০ জন অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে ওশান ভাইকিং জাহাজ৷ কিন্তু এখনও ইউরোপের কোনো বন্দরে নোঙ্গরের অনুমতি না পাওয়ায় সমুদ্রেই ভাসছে জাহাজটি৷ অভিবাসীদের বেশিরভাগ বাংলাদেশি ও মিশরীয় নাগরিক৷
গত জুলাইতে একটি মাছ ধরার নৌকা থেকে পাঁচ অভিবাসনপ্রত্যাশীকে মৃত অবস্থায় উদ্ধারের ঘটনায় পাঁচ মিশরীয় নাগরিকককে গ্রেপ্তার করেছে ইটালির পুলিশ৷ সিসিলি থেকে গ্রেপ্তারকৃত এই ব্যক্তিরা মানবপাচারে জড়িত বলে ধারণা পুলিশের৷
ইউক্রেনে উৎপাদিত শস্যের উপর একচেটিয়াভাবে নির্ভরশীল অনেক দেশে দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো শস্য সরবরাহ করা হয়নি। ফলে বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট এবং লক্ষ লক্ষ মানুষকে অভিবাসী হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স।
২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত চার হাজার ১৫৪ জন মিশরীয় অভিবাসী সমুদ্র পাড়ি দিয়ে ইটালি উপকূলে এসেছেন। মিশরের অর্থনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের কারণে হাজারো নাগরিক উন্নত জীবনের খোঁজে শেষ অবলম্বন হিসাবে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন। ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।
প্রতি বছর বাংলাদেশ, ভারত, ক্যামেরুনসহ বিভিন্ন দেশ থেকে আসা বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থী সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন৷ ২০১৯ সাল থেকে ব্যাপক হারে অভিবাসীদের আগমনের ফলে আশ্রয়ের অধিকার সম্পর্কিত আইন সংশোধন করে সাইপ্রাস সরকার৷ সাইপ্রাসে আশ্রয় আবেদনের সর্বশেষ তথ্য ইনফোমাইগ্রেন্টসের পাঠকদের জন্য তুলে ধরা হলো৷
লিবিয়া থেকে ইটালির লাম্পেদুসায় যাওয়ার চেষ্টা করে নিহত সাত বাংলাদেশি মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক পাচারকারীকে ইটালির সিসিলি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন পাচারকারী মিশরীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।