বিদেশি পড়ুয়াদের কাজের সময় বাড়তে পারে ব্রিটেনে
অর্থনীতিতে জোয়ার আনতে বিদেশি পড়ুয়াদের দীর্ঘ সময় কাজ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার৷ শূন্যপদ পূরণের মাধ্যমে এমন উদ্যোগ হতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস পত্রিকা৷
অর্থনীতিতে জোয়ার আনতে বিদেশি পড়ুয়াদের দীর্ঘ সময় কাজ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার৷ শূন্যপদ পূরণের মাধ্যমে এমন উদ্যোগ হতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস পত্রিকা৷
শ্রমবাজারে অনুমতি ছাড়া কর্মরত অনিয়মিত অভিবাসীদের ধরতে একটি টাস্কফোর্সের অধীনে অভিযানের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক। ফুড ডেলিভারি ও নির্মাণ খাতের মতো সেক্টরে বারবার অভিযান চালিয়ে শ্রমবাজারে কালোবাজারি বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের দক্ষিণে ব্রাইটনের একটি হোটেলে থাকা অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের একটি অপরাধী চক্র অপহরণ করেছে। হোটেল থেকে নিখোঁজ হওয়া মোট ১৩৬ জন কিশোরের মধ্যে ৭৯ জন এখনো নিখোঁজ রয়েছে।
প্রায় দুই হাজার কুর্দি অভিবাসীকে অবৈধভাবে ইউরোপ ও যুক্তরাজ্যে পাচারের অভিযোগ ২০২২ সালের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন পাচারচক্রের পাণ্ডা তারিক নামিক। শনিবার এই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানায় লন্ডন কর্তৃপক্ষ।
ফেরি দিয়ে অনিয়মিতভাবে প্রবেশ করা ভিয়েতনামী অভিবাসীদের ইংল্যান্ডে পাচারের অভিযোগে চার ব্যক্তিকে সাজা দিয়েছে ফ্রান্সের আদালত। অভিযুক্তদের মধ্যে দুইজন সামাজিক যোগাযোগ সাইট স্ন্যাপচ্যাটের বিজ্ঞাপনের মাধ্যমে পাচারচক্রে যোগ দেন।
ফরাসি উপকূলরক্ষীদের দাবি, যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করতে যাওয়া একটি অভিবাসী নৌকাকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েও সেটি রক্ষা করেনি ব্রিটিশ রেসকিউ সার্ভিস৷ নৌকাটিতে ৩৮ জন অভিবাসী ছিলেন যাদেরকে পরবর্তীতে ফরাসি উপকূল থেকে উদ্ধার করা হয়৷
অভিবাসীদের সাগর পাড়ি দিয়ে ব্রিটেনে আসার ‘ইতিবাচকধর্মী ভিডিও’ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সরিয়ে ফেলতে বাধ্য করতে চায় ব্রিটেন৷ দেশটির সংস্কৃতিমন্ত্রী মিশেল ডোনালেন মঙ্গলবার এমন ইঙ্গিত দেন৷
আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার বৈধতা সংক্রান্ত আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন একদল অভিবাসী৷ এতে লন্ডনের বহুল সমালোচিত এই পরিকল্পনা আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে৷
২০২২ সালে বেলজিয়ামের পশ্চিম ফ্ল্যান্ডার্স উপকূল থেকে যুক্তরাজ্যের উদ্দেশে অভিবাসীদের অনিয়মিত পথে সমুদ্রযাত্রা ব্যাপক হারে কমেছে৷ জিব্রুগ বন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্রাসেলস৷
ফ্রান্সের কালে শহরে অনিয়মিত অভিবাসীদের খাবার বিতরণ কেন্দ্রের কাছে একজন ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। ঘটনাস্থল থাকা প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন। এ বিষয়ে একটি পুলিশি তদন্ত শুরু করেছে ফরাসি প্রশাসন।
উত্তর ফ্রান্সের কয়েকটি উপকূল থেকে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যে যেতে চাওয়া ৮০ অভিবাসীকে উপকূলে নিয়ে আসা হয়েছে। ইংরেজ ও ফরাসি উপকূলে তীব্র বাতাসের কারণে এক সপ্তাহ ধরে অভিবাসীদের চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা বন্ধ ছিল।
রবিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ইউরোপের মূল ভূখণ্ড থেকে ৪৫ হাজারের বেশি অভিবাসী চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। এটি ২০২১ সালের রেকর্ড ছাপিয়ে গেছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২১ সালে এই সংখ্যাটা ঠিল ১৭ হাজার।