অনুকূল চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে শত শত অভিবাসী
মঙ্গলবার ১২০ জন অভিবাসী চ্যানেল পেরিয়ে এসেছেন৷ ৬০০ জন ব্যক্তি ছোট নৌকায় চেপে সপ্তাহান্তে চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে এসেছেন৷ সমুদ্র শান্ত থাকার ফলে চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা বাড়ছে৷
মঙ্গলবার ১২০ জন অভিবাসী চ্যানেল পেরিয়ে এসেছেন৷ ৬০০ জন ব্যক্তি ছোট নৌকায় চেপে সপ্তাহান্তে চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে এসেছেন৷ সমুদ্র শান্ত থাকার ফলে চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীর সংখ্যা বাড়ছে৷
যুক্তরাজ্য সরকার জানিয়েছে যে অনিয়মিত অভিবাসীদের মধ্যে প্রথম ধাপে যাদের রুয়ান্ডা পাঠানো হবে তাদেরকে চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হবে৷
সহজ ও দ্রুত চাকুরির জন্য পরিচিতি পাওয়া যুক্তরাজ্যের শ্রমবাজারে বর্তমানে চাকুরি খুঁজে পেতে লড়াই করতে হচ্ছে শরণার্থীদের। এছাড়া হাতেগোনা কিছু আশ্রয়প্রার্থী আছেন যারা একটি বৈধ চাকুরি যোগাড় করতে সক্ষম হচ্ছেন। অনুমতি ছাড়া বা কালো কাজ করে ধরা পড়ার ভয়ে অনেকেই আছেন বেকার।
কষ্টকর, ব্যয়বহুল এবং বিপজ্জনক যাত্রার পর স্বপ্নের ব্রিটিশ ভূমিতে পা রাখা অভিবাসীদের কষ্টের দিন শেষ হয় না। চ্যানেল পাড়ি দিয়ে বা বিভিন্ন উপায়ে দেশটিতে আসা আশ্রয়প্রার্থীরা বর্তমানে সেখানকার অস্পষ্ট এবং অমানবিক আশ্রয়ব্যবস্থার গ্যাড়াকলে বন্দি হয়ে পড়েছেন। কয়েক মাস ধরে ব্রিটিশ কর্তৃপক্ষের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে হোটেলে হোটেলে ঘুরতে থাকা এসব অভিবাসীদের মোহভঙ্গ হয়েছে।
একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সন্দেহভাজন নেতাকে বুধবার গ্রেপ্তার করার দাবি করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা- এনসিএ৷ এই মানবপাচার চক্রটি ইংলিশ চ্যানেলে অভিবাসীদের পারাপারের জন্য ছোট নৌকা সরবরাহ করে বলে জানিয়েছে সংস্থাটি।
যুক্তরাজ্যের নিরাপত্তারক্ষীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করতে চাওয়া প্রায় তিনশ অভিবাসনপ্রত্যাশীকে আটকে দিয়েছে।
অনিয়মিত পথে ব্রিটেনে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা সমালোচনা৷ পূর্ব আফ্রিকার দেশটি আসলে কতটা উপযুক্ত তাদের আশ্রয়ের জন্য? বিভিন্ন সময়ে সেখানে থাকা অভিবাসী, শরণার্থীরা জানিয়েছেন, অভিজ্ঞতা তেমন সুখকর নয়৷
চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের উপকূলে পৌঁছানোর চেষ্টারত অভিবাসীদের নৌকাগুলিকে ব্রিটিশ জলসীমা থেকে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা বাদ দেয়ায় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের আনা বিতর্কিত এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ছিল এনজিও ও অভিবাসন সংস্থাগুলোর।
আশ্রয় প্রক্রিয়া সংস্কার সংক্রান্ত ব্রিটেন সরকারের প্রস্তাবিত নতুন বিল দেশটির সংসদে পাস হয়েছে৷ এর ফলে সেটি এখন আইনে পরিণত হতে যাচ্ছে৷ আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠানোর প্রস্তাবযুক্ত বিতর্কিত এই বিল পাসে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা৷
ব্রিটিনে অভিবাসী হওয়ার জন্য ভারতীয় নাগরিকদের আরো বেশি করে ভিসা দিতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে ভারতকে এই সুবিধা দেয়ার কথা বলেছেন তিনি৷
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অনিয়মিত অভিবাসীদের রুয়ান্ডা পাঠিয়ে দিতে সম্প্রতি দেশটির সঙ্গে চুক্তি করেছে লন্ডন৷ ফলে সাম্প্রতিক সময়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা প্রায় এক হাজার আশ্রয়প্রার্থীকে পূর্ব আফ্রিকার দেশটিতে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। এনজিওগুলোর মতে, নতুন এই চুক্তির ফলে মানব পাচার চক্রের ব্যবসা বাড়বে।
যুক্তরাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শরণার্থী শিশুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ এই নাবালকরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ঠিক করে দেয়া জায়গায় রয়েছে৷