ইউক্রেনের শরণার্থীদের জন্য আরো সাহায্য চায় ইইউ দেশগুলো
ইউক্রেনে যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা শরণার্থীদের সাহায্যে বরাদ্দ বাড়াতে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি দিয়েছে ১০ টি সদস্য দেশ৷ চিঠিটির একটি অনুলিপি এসেছে বার্তা সংস্থা ডিপিএ-এর হাতে৷
ইউক্রেনে যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা শরণার্থীদের সাহায্যে বরাদ্দ বাড়াতে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি দিয়েছে ১০ টি সদস্য দেশ৷ চিঠিটির একটি অনুলিপি এসেছে বার্তা সংস্থা ডিপিএ-এর হাতে৷
ইউক্রেনের যুদ্ধ থেকে ইতিমধ্যেই ৫০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দপ্তর (ইউএনএইচসিআর)। এছাড়া দেশটিতে অবস্থানরত প্রায় ৭১ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ইউক্রেনের কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে আশ্রয় নিয়েছেন।
২০১৯ সালে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পাচারকালে একটি ট্রাকে ৩৯ ভিয়েতনামী অভিবাসীর মৃত্যুর ঘটনার রায় দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালতে৷ রায়ে একজন ২৮ বছর বয়সি রোমানিয়ান নাগরিককে তিন বছর দশ মাসের কারাদণ্ড দিয়েছন বিচারক৷ এর আগে বেলজিয়ামেও একই ঘটনায় আরেকজন ভিয়েতনামি পাচারকারীকে দণ্ড দেয়া হয়েছিল।
ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসায় আসতে ইচ্ছুক বাংলাদেশিরা বহু ভুল তথ্যের উপর ভিত্তি করে তাদের মূল্যবান সময়, অর্থ এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে থাকেন। কাজের ভিসায় আসার চমকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ার আগে যেসব ব্যাপারে জানা থাকা দরকার, সেগুলো নিয়ে থাকছে ইনফোমাইগ্রেন্টসের রোমানিয়া সিরিজের ধারাবাহিক পর্বের শেষ পর্ব।
ইইউ'র ধনী দেশগুলোতে ভিসার কড়াকড়ি, করোনা মহামারি এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় শেঙ্গেন অঞ্চলের বাইরে থাকা ইউউ দেশগুলোতে বেড়েছে বাংলাদেশিদের আসার প্রবণতা। এর মধ্যে অন্যতম রোমানিয়া। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে আসার প্রক্রিয়া এবং এর আদ্যোপান্ত নিয়ে ইনফোমাইগ্রেন্টসের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে আজ।
সম্প্রতি বাংলাদেশ থেকে শেঙ্গেন অঞ্চলের বাইরে থাকা ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের হার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে অন্যতম রোমানিয়া। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে আসার প্রক্রিয়া এবং এর আদ্যোপান্ত নিয়ে ইনফোমাইগ্রেন্টসের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ।
রোমানিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানবপাচারে জড়িত সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের ১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে।
বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার একটি সীমান্তবর্তী গ্রাম দেখতে সাধারণ হলেও তার পেছনে রয়েছে পুশব্যাকের গুরুতর চিত্র। ইনফোমাইগ্রেন্টস তুলে ধরছে সেই অবস্থার চিত্র।
সার্বিয়া পার হয়ে আসা বেশকিছু অভিবাসী সার্বিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রোমানিয়ার পশ্চিমে অবস্থিত তিমিসুয়ারা শহরে অবস্থান করছেন। হাঙ্গেরিতে পৌঁছানোর উদ্দেশে তারা এখন পর্যাপ্ত অর্থ সংগ্রহের চেষ্টা করছেন।
গত দুই বছর ধরে বলকান পথে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। বসনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়ার পাশাপাশি এবার রোমানিয়াকেও ট্রানজিট হিসেবে বেছে নিচ্ছেন তারা।