অনিয়মিত অভিবাসন বন্ধে বুলগেরিয়া এবং রোমানিয়ার পাশে ইইউ
ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসন বন্ধ করার অংশ হিসেবে রোমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে দুটি পাইলট প্রকল্প ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন৷
ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসন বন্ধ করার অংশ হিসেবে রোমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে দুটি পাইলট প্রকল্প ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন৷
অনিয়মিত ও অনথিভুক্ত অভিবাসী এবং অনুমতি ছাড়া কর্মরত অনিয়মিত বিদেশিদের খোঁজে চলতি বছরের প্রথম দুই মাসে পাঁচ হাজার ১০০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে রোমানিয়া৷ এসব অভিযানে প্রায় ৮০০ জন অনিয়মিত অভিবাসীকে আটক ও ১০০ জনেরও বেশি অভিবাসীকে ডিপোর্ট বা নিজ দেশ ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
অনিয়মিত পথে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করে ইউরোপে প্রবেশের সময় বাংলাদেশিসহ ১০৬ অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ৷ চারটি ট্রাকে লুকিয়ে ইউরোপ যাওয়ার পথে রোমানিয়ার নাডলাক সীমান্তে তাদের আটক করা হয়৷
রোমানিয়া সরকার দেশটি থেকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারচক্র ভেঙে দিতে ব্যাপক অভিযান চালিয়েছে। এই অভিযানের আওতায় রাজধানী বুখারেস্ট এবং ইলফভ কাউন্টির ৩৪টি বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টার দায়ে রোমানিয়া থেকে চার বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ‘ডিপোর্ট’ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেঙেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত বছর রোমানিয়ায় ১২ হাজার ৩০০টিরও বেশি আশ্রয় আবেদন নিবন্ধিত হয়েছে। ইউক্রেনীয়দের পর দেশটিতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন যথাক্রমে ভারত, বাংলাদেশ, সিরিয়া ও পাকিস্তানের নাগরিকেরা। সর্বমোট এক হাজার ৩৬৪ জন বাংলাদেশি ২০২২ সালে রোমানিয়ার আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
বলকান দেশ রোমানিয়ায় গত বছর ১৩ হাজারের কাছাকাছি বাংলাদেশি কাজ, উচ্চ শিক্ষা ও পারিবারিক ভিসা নিয়ে এসেছেন৷ তবে মাত্র তিন হাজারের কিছু বেশি বছরের শেষ পর্যন্ত বৈধ ভিসা নিয়ে দেশটিতে অবস্থান করছিলেন৷ দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে এ তথ্য জানিয়েছে৷
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার অভিযোগ করেছেন, দেশটিতে অবৈধভাবে আসা প্রায় ২০ হাজার অভিবাসী রোমানিয়া হয়ে এসেছেন এবং রোমানিয়ান পুলিশ এটি আগে থেকেই জানত৷ তবে রোমানিয়া পুলিশ এ ধরনের পরিসংখ্যানের তথ্য নিশ্চিত করেনি৷
বাংলাদেশের নাগরিকরা রোমানিয়ার ইস্যু করা ওয়ার্ক পারমিট ভিসার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ভারত, নেপাল ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেনে। ঢাকায় এফবিসিসিআই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী জানুয়ারি থেকে ইউরোপের অবাধ চলাচলের কাঙ্খিত শেঙেন জোনে প্রবেশ করবে ক্রোয়েশিয়া৷ বৃহস্পতিবার ইইউর রাষ্ট্রগুলি এই যোগদানের অনুমোদন দিয়েছে৷ তবে শেঙেনে প্রবেশে ইইউ’র অন্য দুই দেশে রোমানিয়া এবং বুলগেরিয়ার আবেদন প্রত্যাখাত হয়েছে৷
হাঙ্গেরির কাছে রোমানিয়ার আরাদ সীমান্ত দুটি আলাদা অভিযানে পণ্যবাহী ট্রাকের ভিতরে লুকিয়ে থাকা ৪৬ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩৮ জন সিরীয় এবং বাকিরা বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক।
বাংলাদেশ সরকারের নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে রোমানিয়ায় এসেও অনেক কর্মী বাধ্য হচ্ছেন অবৈধ পন্থা বেছে নিতে৷ সম্প্রতি রোমানিয়া থেকে অনিয়মিত পথে ইউরোপের অন্যান্য দেশে আসা কয়েকজন অভিবাসীর সঙ্গে কথা হয়েছে ইনফোমাইগ্রেন্টসের৷