বেলারুশ থেকে লাটভিয়া আসার পথে মৃত আফগান অভিবাসী
বেলারুশের থেকে লাটভিয়ায় আসার সময় এক আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকার বেড়ার একটি গর্ত দিয়ে প্রবেশের সময় হাইপোথারমিয়ায় আক্রান্ত হন ওই ব্যক্তি। অপর এক আফগান ব্যক্তির সঙ্গে তাকে সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল, বলে জানা গিয়েছে।