লিথুয়ানিয়া-বেলারুশ সীমান্তে ফ্রস্টবাইটে পা হারালেন আরেক অভিবাসী
বেলারুশ থেকে লিথুয়ানিয়ার দিকে ঠেলে দেয়া আরেক অভিবাসী ফ্রস্টবাইটে তার পা হারিয়েছেন বলে জানিয়েছে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম৷
বেলারুশ থেকে লিথুয়ানিয়ার দিকে ঠেলে দেয়া আরেক অভিবাসী ফ্রস্টবাইটে তার পা হারিয়েছেন বলে জানিয়েছে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম৷
লিথুয়ানিয়ায় আটকে থাকা শরণার্থীরা কীভাবে এক সৃজনশীল প্রকল্পের মাধ্যমে নিজেদের মনোবল চাঙ্গা রাখছে তা জানতে সাংবাদিক গাব্রিয়েলা রামিরের সঙ্গে কথা বলেছে ইনফোমাইগ্রেন্টস৷
বেলারুশ সীমান্তে সাড়ে পাঁচশ কিলোমিটার জুড়ে ‘দুর্ভেদ্য বেড়া’ নির্মাণের কাজ শেষ করেছে লিথুয়ানিয়া৷ সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটি৷ এদিকে বেলারুশের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে আরেক প্রতিবেশী লাটভিয়াও৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে, লিথুয়ানিয়ার ডিটেনশন সেন্টারে থাকা অভিবাসীদের ভয়াবহ জীবনযাত্রার নিন্দা করা হয়েছে৷ নির্বিচারে আটক, সহিংসতা এবং কঠিন প্রশাসনিক পদ্ধতির জাঁতাকলে পড়ে হাজারো অভিবাসী তাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো প্রকার তথ্য ছাড়াই মাসের মাস ধরে এখানে রয়েছেন৷
এক বিবৃতিতে ফরাসি এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, বেলারুশ সীমান্ত অতিক্রম করার নয় মাস পরও লিথুয়ানিয়ায় আড়াই হাজারেরও বেশি অভিবাসীকে আটক রাখা হয়েছে। অভিবাসীদের এমন অমানবিক অবস্থায় বন্দি করে রাখার পদক্ষেপের নিন্দা জানিয়েছে এমএসএফ। ভুক্তভোগী আশ্রয়প্রার্থীরা নিয়মিত সহিংসতা, ভয়ভীতি এবং বর্ণবাদের অভিযোগ করে আসছে।
সম্প্রতি লিথুয়ানিয়ার মেডিনিনকাই ক্যাম্পের অভিবাসীদের ধারণ করা একটি ভিডিও ইনফোমাইগ্রেন্টসের হাতে এসেছে। ভিডিওতে কয়েকজন নারীর হাত বাঁধা অবস্থায় দেখা যায়, যাদের শরীরে যথেষ্ট পোশাক ছিল না৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অভিবাসীদের পোশাক পরার সময় না দিয়েই আটক করে লিথুয়ানিয়ান নিরাপত্তা বাহিনী৷
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে বেশ দূরে অবস্থিত পাব্রাদে শরণার্থী শিবিরে বন্দি আছেন আফ্রিকান অভিবাসী এরিক (ছদ্মনাম)। কয়েকমাস ধরে শরণার্থী শিবিরে অবরুদ্ধ এই ব্যক্তি ইনফোমাইগ্রেন্টসকে বলেন, “লিথুয়ানিয়ান সৈন্যরা নিয়মিত শিবিরে এসে আশ্রয়পার্থীদের তাদের নিজ দেশে ফিরে যেতে হয়রানি করছে।”
অভিবাসনপ্রত্যাশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে বেলারুশ সীমান্তজুড়ে নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে লিথুয়ানিয়া৷
২০২১ সালের গ্রীষ্মে বেলারুশ সীমান্ত হয়ে হাজার হাজার অভিবাসী অনিয়মিত উপায়ে লিথুয়ানিয়ায় প্রবেশ করেন৷ বর্তমানে তারা দেশটির বিভিন্ন ক্যাম্পে বন্দি রয়েছেন৷ পশ্চিম ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে লিথুয়ানিয়ায় আসা এসব অভিবাসীদের কয়েকজন তাদের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন ইনফোমাইগ্রেন্টসকে৷
ইউরোপীয় কমিশনার ইলভা জোহানসন আবারও বলেছেন ইউরোপের সীমান্তগুলোতে যেকোনো ধরনের পুশব্যাক অবৈধ। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ইইউ সীমান্ত সুরক্ষার নিয়ে আয়োজিত একটি সম্মেলনের আগে এ মন্তব্য করেন তিনি।
বেলাররুশের পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার সীমান্তে আটকে পড়া অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য ১৮ নভেম্বর থেকে এ পর্যন্ত দশটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বাগদাদ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইটে এ পর্যন্ত প্রায় চার হাজার অভিবাসীকে ইরাকে ফিরিয়ে আনা হয়েছে।
বেলারুশ হয়ে আসা ৯৮ জন ইরাকিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে লিথুয়ানিয়া৷ সোমবার লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন৷