লিবিয়া থেকে ক্যালাব্রিয়া: অভিবাসনে নতুন রুট
ইটালির রোচেলা আইওনিকা শহর এবং দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের আশেপাশের উপকূল অভিবাসনপ্রত্যাশীদের নতুন গন্তব্য হয়ে উঠেছে৷ সম্প্রতি লিবিয়ার উপকূল থেকে এই পথে অনেক অভিবাসনপ্রত্যাশী ইটালি পৌঁছেছেন৷
ইটালির রোচেলা আইওনিকা শহর এবং দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের আশেপাশের উপকূল অভিবাসনপ্রত্যাশীদের নতুন গন্তব্য হয়ে উঠেছে৷ সম্প্রতি লিবিয়ার উপকূল থেকে এই পথে অনেক অভিবাসনপ্রত্যাশী ইটালি পৌঁছেছেন৷
লিবিয়ায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এসব অপরাধের জন্য দেশটির নিরাপত্তা ও সশস্ত্রবাহিনীকে দায়ী করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের টার্গেট করে যেসব অপরাধ করা হয়েছে, তার দায় এড়াতে পারে না ইউরোপীয় ইউনিয়ন।
ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে বাধা দিতে লিবিয়ার উপকূলরক্ষীরা ফাঁকা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে উদ্ধারকারী জাহাজ ওশ্যান ভাইকিং৷ তারা বলেছে, সমুদ্রে উদ্ধার কাজের সময় তাদের কাজ বন্ধ করতে হুমকি দিয়েছে লিবিয়ার উপকূলরক্ষীরা৷ এ ঘটনায় ত্রিপোলির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সাম্প্রতিক মাসে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অবৈধ অভিবাসনের বৃদ্ধির জন্য রুশ আধাসামরিক গোষ্ঠী ওয়াগনার দায়ী, এমনটাই অভিযোগ এনেছে ইটালীয় কর্তৃপক্ষ। লিবিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ এমাদদ্দিন বাদির মতে, এটি একটি ‘অযৌক্তিক’ এবং ‘অসমর্থিত’ বক্তব্য।
বিপদসঙ্কুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির বারিতে পৌঁছে লিবিয়ায় ধর্ষণ, মারধরসহ নানা ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শতাধিক অভিবাসনপ্রত্যাশী।
লিবিয়া থেকে ইটালি আসার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাডুবির ঘটনায় ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইটালির উপকূলরক্ষী বাহিনী। রোববার মধ্য ভূমধ্যসাগরে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আনুষ্ঠানিক আটককেন্দ্রগুলোতে পাঁচ হাজারের মতো অভিবাসীকে আটক করে রাখা হয়েছে৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, বাস্তব পরিস্থিতি আরো ভয়ানক৷
উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ ইটালিতে আসতে চেয়েছিলেন ২৮ বছর বয়সি আর্নাউড ইয়াও৷ কিন্তু তিনি জানতেন না ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আগে তার জন্য অপেক্ষা করছিল নির্মম ও দুঃসহ জীবন৷ এখন ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্তের একটি আশ্রয়কেন্দ্রে সমাজকর্মী ও মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন তিনি৷ ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে লিবিয়ায় কারাগারে আটক তিন অপ্রাপ্তবয়স্কসহ অন্তত ২২ সিরীয় অভিবাসী নিজেদের মুক্তির দাবিতে অনশন কর্মসূচি শুরু করছেন৷
উন্নত জীবনের খোঁজে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানের পথে গত চার বছরে অন্তত আট হাজার ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন৷
লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে রাবারের নৌকা উলটে ডুবে গিয়েছেন অনেক অভিবাসী৷ এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ৷
চোরাকারবারিদের খপ্পরে পড়ে লিবিয়ায় প্রায় ছয় লাখ ১০ হাজার অনিয়মিত অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছে বলে জানিয়েছন আন্তর্জাতিক মানবাধিকার আইনকেন্দ্রের বিজ্ঞান বিষয়ক পরিচালক আহমিদ আল-জাইদানি৷