ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজকে লিবিয়ান কোস্টগার্ডের হুমকি
লিবিয়ার উপকূলরক্ষীদের বিরুদ্ধে ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজ সি-আই ফোরকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে৷ লিবিয়ান কোস্টগার্ডের অভিযোগ, উদ্ধারকারী জাহাজটি বুধবার ‘লিবিয়ার ভূখণ্ডে’ অবস্থান করছিল, তবে সি-আই এর দাবি তাদের জাহাজটি তখন আন্তর্জাতিক জলসীমায় ছিল৷