লেবাননে নৌকাডুবিতে মৃত দুই অভিবাসী, উদ্ধার ২০০
শনিবার লেবাননের উত্তর উপকূলে নৌকা ডুবে দুই অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার লেবাননের উত্তর উপকূলে নৌকা ডুবে দুই অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।
ভুমধ্যসাগর পাড়ি দিয়ে লেবানন থেকে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় নৌকাডুবিতে পুরো পরিবার হারিয়েছেন তিনি৷ ৩৭ বছর বয়সি উইসাম টেলাউয়ি জানিয়েছেন তার গল্প৷
মানবিক করিডরের আওতায় ৩৭ জন সিরীয় শরণার্থীকে বুধবার লেবানন থেকে ইটালিতে নিয়ে আসা হয়েছে৷ এর মধ্যে ১৩জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে৷
শুক্রবার সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর লেবানন উপকূল থেকে প্রায় ১৫০ জন নিয়ে যাত্রা করা একটি নৌকা সিরিয়া উপকূলে ডুবে অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
লেবানন থেকে ২৫০ অভিবাসী নিয়ে যাত্রা করা একটি নৌকা মঙ্গলবার মাল্টা উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। ইটালীয় উপকূলরক্ষীরা এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
লেবানন থেকে নৌকায় ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একদল লেবানীয় ও সিরীয় অভিবাসী এখন সমুদ্রে ভাসছেন৷ তাদের নৌকাটি বিকল হয়ে গেছে এবং সেটিতে পানি উঠছে বলে জানিয়েছেন অভিবাসীরা৷
গ্রিসের কার্পাথোস দ্বীপের উপকূল থেকে পাঁচজন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ তাদের বিরুদ্ধে একটি অনিরাপদ জাহাজে প্রায় একশ জনকে লেবানন থেকে গ্রিস উপকূল হয়ে ইটালিতে পাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷
জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তি সত্ত্বেও হাজার হাজার সিরীয় শরণার্থীকে আগামী কয়েকমাসের মধ্যে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়ার ইচ্ছার কথা জানিয়েছে লেবানন৷ পরিকল্পনা অনুযায়ী, প্রতিমাসে ১৫ হাজার সিরীয়কে ফেরত পাঠাতে চায় তীব্র অর্থনৈতিক মন্দার কবলে পড়া মধ্যপ্রাচ্যের দেশটি৷
শরণার্থীদের লাইফলাইন বললে ভুল হবে না সিরিয়ার ডাক্তার ফেরাস আলঘাদবানের এই ক্লিনিককে। এই মোবাইল বা ভ্রাম্যমাণ ক্লিনিক নিয়ে তিনি লেবাননের বেকা উপত্যকায় রোগী দেখেন।
লেবানন জানিয়েছে, সিরিয়ার শরণার্থীদের দেশ থেকে বহিষ্কার করা হতে পারে৷ আন্তর্জাতিক গোষ্ঠীগুলি এ কাজ না করলে কর্তৃপক্ষই তা করবে৷ যদিও তুরস্কে জাতিসংঘের এক প্রতিনিধি এই সপ্তাহে সতর্ক করেছেন, সিরিয়ার পরিস্থিতি শরণার্থীদের আবারো সে দেশে ফেরত পাঠানোর জন্য উপযুক্ত নয়৷
বেলাল ডানডাশি এবং তার আত্মীয়স্বজন ও বেশ কয়েকজন ইউরোপমুখী অভিবাসীদের বহনকারী একটি নৌকা গত সপ্তাহে ভূমধ্যসাগরে ডুবে যায়৷ অনিয়মিত পথে লেবানন থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন তারা৷