‘মোস্ট ওয়ান্টেড’ মানবপাচারকারী ‘কিদান জাকারিয়া’ আটক
বিশ্বের ‘শীর্ষ মানবপাচাকারী’ কিদান জাকারিয়াকে সুদান থেকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ ইন্টারপোলের সাথে পরিচালিত যৌথ পুলিশি অভিযানের মাধ্যমে ইরিত্রিয়ার এই নাগরিককে গ্রেপ্তার করা হয়৷
বিশ্বের ‘শীর্ষ মানবপাচাকারী’ কিদান জাকারিয়াকে সুদান থেকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ ইন্টারপোলের সাথে পরিচালিত যৌথ পুলিশি অভিযানের মাধ্যমে ইরিত্রিয়ার এই নাগরিককে গ্রেপ্তার করা হয়৷
ইউরোপে মানবপাচারের অভিযোগে বাংলাদেশের কুমিল্লা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব৷ এই চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাইপ্রাসেও৷
দালালের খপ্পরে পড়ে সাড়ে আট লাখ টাকায় ঢাকা থেকে দুবাই, সিরিয়া ও লিবিয়া হয়ে ইটালি যেতে চুক্তিবদ্ধ হন বাংলাদেশি অভিবাসী মাহমুদ (ছদ্মনাম)৷ এই ভুক্তভোগী ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন কিভাবে লিবিয়ার পুলিশ তিনিসহ আরও ২৪ জনকে টাকার বিনিময়ে বাংলাদেশি দালালদের কাছে বিক্রি করে দেয়। বিস্তারিত পড়ুন সাক্ষাৎকারে৷