সাইপ্রাস: “নিয়োগকর্তারা সবসময় বলেন আশ্রয়প্রার্থীদের জন্য কোনো চাকরি নেই”
প্রায় তিন বছর আগে আফ্রিকার দেশ গিনি ছেড়ে সাইপ্রাসে এসেছিলেন আশ্রয়প্রার্থী রামা (ছদ্মনাম )। নতুন করে জীবন গড়তে সাইপ্রাসে আসা ৩৫ বছর বয়সি অভিবাসী নারী আজ হতাশ। আশ্রয় আবেদনের প্রক্রিয়া চলাকালীন চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরলেও কেউই একজন আশ্রয়প্রার্থীকে চাকরি দিতে রাজি হননি। বিস্তারিত পড়ুন ইনফোমাইগ্রেন্টসের সঙ্গে রামার সাক্ষাৎকারে।