সুইজারল্যান্ডে অবৈধ অভিবাসী তিনগুণ বেড়েছে
ইউরোপের দেশ সুইজারল্যান্ডে ২০২২ সালে অবৈধ পথে আসা মানুষের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ সরকারের তথ্য বলছে, আফগানিস্তান ও মরক্কো থেকে ব্যাপক সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আগমনের প্রভাবেই এই সংখ্যাবৃদ্ধি৷
ইউরোপের দেশ সুইজারল্যান্ডে ২০২২ সালে অবৈধ পথে আসা মানুষের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ সরকারের তথ্য বলছে, আফগানিস্তান ও মরক্কো থেকে ব্যাপক সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আগমনের প্রভাবেই এই সংখ্যাবৃদ্ধি৷
অরক্ষিত ও ঝুঁকিতে থাকা শরণার্থী গ্রহণের জন্য জাতিসংঘের একটি কর্মসূচি রয়েছে৷ সেখানে অংশ নিচ্ছে না সুইজারল্যান্ড৷ শরণার্থীদের গ্রহণ করার বিষয়টি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সুইস কর্তৃপক্ষ৷ তারা জানিয়েছে, ইউক্রেনীয় শরণার্থীদের কারণে অভিবাসীদের আগমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাই আপাতত নতুন শরণার্থী নেয়া সম্ভব না।
অস্ট্রিয়ার সাথে সদ্য সমাপ্ত দ্বিপাক্ষিক কর্মপরিকল্পনার পর অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এবার জার্মানির সাথেও কাজ করতে একমত হয়েছে সুইজারল্যান্ড। এ বিষয়ে দ্বিপাক্ষিক, ইউরোপীয় ও তৃতীয় দেশগুলোর জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে জার্মান ও সুইস কর্তৃপক্ষ।
২০১৪ সাল থেকে এখন অবধি বিশ্বের বিভিন্ন অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি অভিবাসী৷ জাতিসংঘ জানিয়েছে এই তথ্য৷
এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে আসা হাজার হাজার শরণার্থীকে জার্মানি ও ফ্রান্সের সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে সুইজারল্যান্ড, এমন অভিযোগ জার্মান রাজনীতিবিদদের।
ইউক্রেন যুদ্ধ এবং চলতি বছরের আগস্ট থেকে বিপুল সংখ্যক কুর্দি, আফগান এবং উত্তর আফ্রিকার আশ্রয়প্রার্থীদের আগমন সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সুইজারল্যান্ড৷ সংকট সমাধানে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন অভ্যর্থনাকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, সুইজারল্যান্ডে বসবাসরত আফ্রিকান বংশোদ্ভূত অভিবাসীরা সুইস আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের হাতে কাঠামোগত বর্ণবাদের শিকার হোন।
পশ্চিম বলকান দেশগুলো হয়ে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে একসঙ্গে জোরদার কার্যক্রম চালাবে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড৷ বুধবার দুই দেশের সরকারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
২০২১ সালে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে সুইজারল্যান্ডে সংগঠিত ৩৩ টি বিতাড়ন উড়ান বা ফ্লাইটের উপর চলতি মাসের শুরুতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি মানবাধিকার সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে একটি উড়ানের আগে একজন অন্তঃসত্ত্বা নারীকে বেঁধে সিঁড়ি দিয়ে নামানোর ঘটনায় সুইস পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানানো হয়।
সুইজারল্যান্ডের নিডওয়ালডেন ক্যান্টনে ইটালি থেকে আসা একটি ভ্যান থেকে এক বাংলাদেশিসহ ২৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তারা ফ্রান্সে পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে। অভিবাসীদের সাথে থাকা একজনকে পাচারকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
সুইজারল্যান্ডের রাজধানী বার্নে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হল 'শরণার্থীদের সংসদ' নামে একটি রাজনৈতিক উদ্যোগ। প্রতি বছর সুইজারল্যান্ড বসবাসরত বিভিন্ন জাতীয়তার কয়েক ডজন শরণার্থীকে নিয়ে এই প্রতীকী সংসদের আয়োজন করা হয়ে থাকে।
সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ বলছে, ইউক্রেন থেকে আসা শরণার্থীদের প্রায় অর্ধেকই স্বেচ্ছাসেবী সংস্থার থেকে সাহায্য পাচ্ছেন৷ স্বেচ্ছাসেবী সংস্থার দেয়া খাবারের উপর মূলত নির্ভর করতে হচ্ছে শরণার্থীদের৷