‘মোস্ট ওয়ান্টেড’ মানবপাচারকারী ‘কিদান জাকারিয়া’ আটক
বিশ্বের ‘শীর্ষ মানবপাচাকারী’ কিদান জাকারিয়াকে সুদান থেকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ ইন্টারপোলের সাথে পরিচালিত যৌথ পুলিশি অভিযানের মাধ্যমে ইরিত্রিয়ার এই নাগরিককে গ্রেপ্তার করা হয়৷
বিশ্বের ‘শীর্ষ মানবপাচাকারী’ কিদান জাকারিয়াকে সুদান থেকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ ইন্টারপোলের সাথে পরিচালিত যৌথ পুলিশি অভিযানের মাধ্যমে ইরিত্রিয়ার এই নাগরিককে গ্রেপ্তার করা হয়৷
ফ্রান্সের কালে শহরে অনিয়মিত অভিবাসীদের খাবার বিতরণ কেন্দ্রের কাছে একজন ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। ঘটনাস্থল থাকা প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন। এ বিষয়ে একটি পুলিশি তদন্ত শুরু করেছে ফরাসি প্রশাসন।
সুদান সীমান্তের কাছে মরুভূমিতে শুক্রবার অন্তত ১৫ অভিবাসীর মরদেহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে লিবিয়া৷ অন্যদিকে যৌথ অভিযানে ২০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে সুদানের সংবাদ সংস্থা৷
মরক্কোর একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন জানিয়েছে, মেলিলায় প্রবেশের চেষ্টা করার সময় ২৩ আফ্রিকান অভিবাসী শ্বাসরোধ হওয়ায় মারা গিয়েছিলেন। নিহত ভুক্তভোগীরা একসাথে একটি সংকীর্ণ পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে দাবি তদন্ত দলের।