অভিবাসী স্রোত ঠেকাতে সেনেগাল, মৌরিতানিয়াতে যাবে ফ্রন্টেক্স!
ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা-ফ্রন্টেক্স সেনেগাল এবং মৌরিতানিয়ায় কার্যক্রম চালুর পরিকল্পনা করছে বলে দাবি করেছে স্টেটওয়াচ নামে একটি এনজিও৷ সংস্থাটির মতে, আফ্রিকার এই দুই দেশ থেকে ইউরোপ অভিমুখে ‘অনিয়মিত অভিবাসন’ বন্ধ করার চেষ্টা করবে ফ্রন্টেক্স৷