সোমালিয়া থেকে বক্সিং রিং: রামলা আলির সংগ্রাম
‘নিজের স্বপ্নপূরণের পথে হাল ছাড়া যাবে না কখনও’-এই দর্শন নিয়ে জীবনযুদ্ধে এগিয়েছেন রামলা আলি। ছিল নানা প্রতিবন্ধকতা৷ কিন্তু সব বাধা ডিঙিয়ে যুক্তরাজ্যের বক্সিং জগতে নিজের জন্য জায়গা তৈরি করে নিয়েছেন সোমালিয়ার এই তরুণী৷