দুই বছর পর খুলল স্পেন-মরক্কোর সীমান্ত
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মরক্কোর সঙ্গে থাকা স্পেনের দুই ছিটমহল সেউটা এবং মেলিলা স্থল সীমান্ত খুলে গেল। কোভিড -১৯ মহামারি ও অভিবাসন সংকট নিয়ে রাবাত এবং মাদ্রিদের মধ্যে কূটনৈতিক উত্তজনার ফলে বন্ধ ছিল দুই দেশের সীমান্ত।