১০ দিনেরও বেশি সময় ধরে পানি নেই গ্রিসের সামোস শরণার্থী শিবিরে
গত ৬ মে থেকে গ্রিসের সামোস দ্বীপের শরণার্থী শিবিরে পানির সংযোগ বিছিন্ন রয়েছে। ক্যাম্পে থাকা অভিবাসীরা তাদের দৈনিক পানির চাহিদা মেটাতে প্রতিদিন জনপ্রতি মাত্র সাড়ে চার লিটার পানি পাচ্ছেন। গ্রিক অভিবাসন মন্ত্রণালয়ের মতে, একটি পাম্প কেটে যাওয়ায় এই ত্রুটি দেখা দিয়েছে।