সন্তানদের ফিরে পেতে মায়ের আর্তনাদ
তিন সন্তানকে সঙ্গে নিয়ে গেল ডিসেম্বরে নৌকা পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন এক ইরিত্রিয়ান মা। সন্তানরা সবাই নৌকায় উঠতে পারলেও ব্যর্থ হয়েছিলেন মা। সেই থেকে সন্তানদের কাছে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে আছেন তিনি। অবশেষে চ্যানেল পাড়ি দিয়ে পৌঁছেছেন যুক্তরাজ্যে। তবে সন্তানদের সঙ্গে তার এখনও দেখা হয়েছে কিনা, তা জানা যায়নি।