গত সপ্তাহে হাজারে হাজারে অভিবাসনপ্রত্যাশীরা মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউটায় এসে পৌঁছালে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। রাজনীতির টানাপোড়েনের মাঝে বর্তমানে সেউটা কূটনৈতিক আলোচনার মধ্যমণি। ইনফোমাইগ্রেন্টস তুলে ধরছে সেউটার কিছু সাম্প্রতিক চিত্র।
আফ্রিকার উত্তরাঞ্চলে অবস্থিত স্পেনের ছিটমহল সেউটায় বাস করেন ৮৪ হাজার মানুষ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করে নামা অভিবাসনপ্রত্যাশীদের ঢল অপ্রস্তুত করে তোলে স্থানীয়দের। সংঘর্ষের গুজব ছড়ালে স্থানীয়রা বন্ধ রাখেন তাদের দোকানপাট।
স্প্যানিশ কর্তৃপক্ষ ইতিমধ্যে সেউটা সীমান্তে প্রহরা বাড়িয়েছে। এরমধ্যেই প্রায় ছয় হাজার অভিবাসনপ্রত্যাশীকে মরক্কোয় ফেরত পাঠিয়েছে তারা। যদিও এর ফলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাদের।
এই ঘটনায় প্রশ্নের মুখে স্পেন-মরক্কো কূটনৈতিক সম্পর্কও। একদিকে স্পেন আঙুল তুলেছে মরক্কোর দিকে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস বলেছেন যে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে মরক্কো।
পশ্চিম সাহারা অঞ্চলের পলিসারিও ফ্রন্ট আন্দোলনের নেতা ব্রাহিম ঘালিকে স্পেনে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে শুরু হয় স্পেন-মরক্কোর চাপানউতোর, যার ফলে সীমান্তে পাহারা ঢিলে করেছে মরক্কো বলে অভিযোগ।
যেমন আছে সেউটায় অভিবাসনপ্রত্যাশীরা
ভূমধ্যসাগর দিয়ে সাঁতরে সেউটায় আসা বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীই তরুণ, কিশোর বা শিশু। গত সপ্তাহে সেউটার বেশ কিছু ছবি সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষভাবে নজর কাড়ে খালি পানির বোতলের সাহায্যে ভেসে থাকা এক কিশোরের ছবি।
এই প্রতিবেদনে থাকছে সেউটার কিছু সাম্প্রতিক চিত্র।










এসএস/আরআর (এপি, রয়টার্স)