আগামী ২০ ও ২৭ জন দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্সের স্থানীয় নির্বাচনে প্যারিসের দক্ষিণে অবস্থিত লোয়ারে ডিপার্টমেন্টে কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি (আরএন) দলের এক প্রার্থীর মনোয়ন বাতিল করা হয়েছে। সম্প্রতি নির্বাচনি প্রচারণায় টুইটারে ঐ প্রার্থী অভিবাসীদের নিয়ে অপমানজনক ও বর্ণবাদী মন্তব্য করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ন্যাশনাল র্যালি তাদের প্রার্থী তালিকা থেকে ঐ প্রার্থীর নাম প্রত্যাহার করে নেয়।
প্যারিসের দক্ষিণে অবস্থিত লোয়ারে ডিপার্টমেন্টে কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র্যালির হয়ে স্থানীয় নির্বাচনে প্রার্থী পাসকেল ওজের এর প্রার্থিতা তার দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন ঘনিয়ে আসার পর থেকেই পাসকেল ওজের টুইটারে অভিবাসীদের বিরুদ্ধে বেশ কয়েকটি অপমানজনক এবং বর্ণবাদী টুইট করলে গণমাধ্যমে ও রাজনৈতিক মহলে কট্টরপন্থি অবস্থানের জন্য বেকায়দায় থাকা ন্যাশনাল র্যালিকে বিরোধী মহল থেকে নতুন করে ব্যাপক সমালোচনার স্বীকার হতে হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার দলটি লোয়ারে ডিপার্টমেন্টের নির্বাচন থেকে এই প্রার্থীকে সরিয়ে নেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসকেল ওজেরের মন্তব্য স্পষ্টত দলের শৃংখলার বিরোধী কাজ। আমরা তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং তার সাধারণ সদস্যপদ স্থগিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে শৃংখলা কমিটিরর কাছে প্রেরণ করেছি।”
পাসকেল ওজের এর টুইট এর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিনি ফ্রান্সকে একটি ‘আফ্রিকান উপনিবেশ’ হিসেবে অভিহিত করেন এবং অভিবাসীদের প্রতি অবমাননাকর মন্তব্য করেন। কিছু টুইটে তিনি অভিবাসীদের মৃত্যু পর্যন্ত কামনা করেন। (নীচে টুইট দেখুন)। তার টুইটার অ্যাকাউন্টটি টুইটার কতৃপক্ষ বাতিল করে দেয়।

পাসকেল ওজের ৬৫ বছর বয়সি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অবসরে একজন হ্যান্ডবল কোচ হিসেবে কাজ করেন। তিনি লোয়ারে ডিপার্টমেন্টের আওতাধীন ফ্লরি-লে-ওব্রে নামক ক্যান্টন থেকে স্থানীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
লোয়ারে ডিপার্টমেন্ট ন্যাশনাল র্যালি দলের মুখপাত্র সেরিল এমারডাংকের এএফপি কে বলেন, “দলে তার ভবিষ্যৎ নির্ধারণে অবশ্যই শৃংখলা কমিটি সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় না তাকে স্থায়ীভাবে প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হবে।”
“সমস্যা হচ্ছে আমরা তার নাম দলীয়ভাবে প্রত্যাহার করে নিলেও নির্বাচনে তিনি এখনো প্রার্থী হিসেবে আছেন। তিনি নির্বাচনে তার সাথে থাকা দলের অন্য প্রার্থীর প্রার্থীতাও চ্যালেঞ্জ করেছেন। আমি ব্যক্তিগতভাবে একটি পদের জন্য দল থেকে তিনজন প্রার্থী লড়াই করুক এটি চাচ্ছিনা,” বলেন সেরিল।
তিনি আরো বলেন, “আমাদের দল জিতে আসলে পাসকেল ওজের আমাদের তালিকায় কোন নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকবেনা। আমরা তার থেকে অবশ্যই দূরে থাকব। আমি তাকে নির্বাচন থেকে সরে যেতে অনুরোধ করব তবে তাকে বাধ্য করার মতো আইনি সক্ষমতা এই মুহূর্তে আমাদের হাতে নেই। তার অবস্থান আমাদের দলের মূল্যবোধের সাথে যায়না৷”
ফ্রান্সে ডিপার্টমেন্ট ভিত্তিক স্থানীয় নির্বাচন সাধারণ ডিপার্টমেন্ট পরিষদে কাউন্সিলর নির্বাচনের উদ্দ্যেশ্যে আয়োজন করা হয়। ডিপার্টমেন্টের কাউন্সিলররা সাধারণত ৬ বছরের জন্য নির্বাচিত হন। তারা আলোচনার মাধ্যমে ডিপার্টমেন্টের ভূমি ব্যবহার পরিকল্পনা, রাস্তাঘাট, সামাজিক কর্মকাণ্ড, শিশুদের জন্য সামাজিক সহায়তা ইত্যাদি বিষয় পরিচালনা করে থাকেন।
এমএইউ/এআই