ভূমধ্যসাগরসহ ইউরোপের সাগরগুলিতে উদ্ধার অভিযান কোনো অপরাধ নয় দাবি করে অবিলম্বে উদ্ধারকারী সংস্থাগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
চার বছর আগে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কাজে ব্যস্ত ছিল ইউভেন্তা নামের জাহাজ। ইটালি কর্তৃপক্ষ এই জাহাজটিকে আটক করে ও জাহাজের ক্রুদের গ্রেপ্তার করে। সেই ঘটনার পর থেকে আলোচনায় উঠে আসে সাগরে উদ্ধার অভিযান চালানোর আইনি বেড়াজালের বিষয়টি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে 'ইটালি: এ স্লিপারি স্লোপ ফর হিউম্যান রাইটস: দ্য ইউভেন্তা কেস' শিরোনামে। প্রতিবেদনটিতে অ্যামনেস্টি আলোচনা করেছে কীভাবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সমর্থন থাকা সত্ত্বেও উদ্ধারকারী সংস্থাগুলো বিভিন্ন রাষ্ট্রের সাথে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে আটক করা হচ্ছে কর্মীদের, বন্ধ রাখা হচ্ছে উদ্ধারের কাজ, যার ফলে প্রাণহানি হচ্ছে বহু মানুষের।
অ্যামনেস্টির আশ্রয়নীতি বিশেষজ্ঞ ফ্রান্সিজকা ভিলমার বলেন, "আন্তর্জাতিক আইন অনুযায়ী সাগরে উদ্ধার অভিযান চালানো আমাদের কর্তব্য।" তার মতে, অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের প্রাণ বাঁচানো শাস্তিযোগ্য অপরাধ নয়।
২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত মোট ২০০ স্বেচ্ছাসেবী কর্মীদের সহায়তায় ইউভেন্তা জাহাজটি ১৪ হাজার বিপন্ন অভিবাসনপ্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করে। ইউভেন্তাসহ আরো দুটি উদ্ধারকারী জাহাজের ক্রুদের বিরুদ্ধে তদন্ত চালু করে ইটালি কর্তৃপক্ষ। চলতি বছরের মার্চ মাসে ২১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদের নিয়োগকারী তিনটি সংস্থার বিরুদ্ধে অবৈধ অভিবাসনকে প্রশ্রয় দেয়ার অভিযোগে অভিযুক্ত করে ইটালি।
এর মধ্যে কয়েকজন অভিযুক্তের রয়েছে আগামী বিশ বছর কারাবসে থাকার আশঙ্কা। এসব অভিযোগ খারিজ করে দেওয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি৷
ভূমধ্যসাগরে উদ্ধারের কাজ করছে বর্তমানে তিনটি সংস্থা। কয়েকশ অভিবাসনপ্রত্যাশীর সাগরে ছোট রবারের বা কাঠের ডিঙি নৌকা থেকে উদ্ধার করে কোনো নিরাপদ বন্দরে নিয়ে যাওয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রেই এই বন্দরগুলি হয় ইটালিতে, কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া বন্দরেই।
সাম্প্রতিক সময়ে সরাসরি অপরাধের অভিযোগে না হলেও নানা ধরনের কারিগরি জটিলতার 'অজুহাত' দেখিয়ে এসব উদ্ধারকারী জাহাজ ইটালি আটক করে বলে অভিযোগ। উদ্ধারকারী সংস্থাগুলোর মতে, যে কোনো অজুহাতে জাহাজগুলিকে থামিয়ে তাদের কাজে বাধা দেয় তারা। কোনো কোনো ক্ষেত্রে কয়েক সপ্তাহও বন্ধ থাকে উদ্ধারের কাজ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
এসএস/এসিবি (ডিপিএ)