নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘জেনারিসিওঁ ইদনতিতের’ এর ২০১৬ সালে প্যারিসে একটি অভিবাসী বিরোধী মিছিল। ছবিঃ ইনফোমাইগ্রেন্টস
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘জেনারিসিওঁ ইদনতিতের’ এর ২০১৬ সালে প্যারিসে একটি অভিবাসী বিরোধী মিছিল। ছবিঃ ইনফোমাইগ্রেন্টস

ফ্রান্সের কট্টর ডানপন্থি সংগঠন ‘জেনারিসিওঁ ইদনতিতের’ এর প্রাক্তন মুখপাত্র এবং একজন কর্মীকে সেন্ট গউদেন্সের আদালত বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর দুই মাসের কারাদণ্ড দিয়েছে। তাদেরকে দেশটির কোল দ্যু পোর্তিও-অঞ্চলে অভিবাসী বিরোধী অভিযানের পর "জাতিগত বিদ্বেষে উস্কানি" এবং "প্রকাশ্যে অপমান" করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

নিষিদ্ধ হওয়া কট্টর ডানপন্থী সংগঠন প্রাক্তন ‘জেনারিসিওঁ ইদনতিতের’এর সাবেক মুখপাত্র তাই দেস্কুফন’কে বৃহস্পতিবার হউত গারন বিভাগের সেন্ট-গউদেন্সের আদালত অভিবাসীদের প্রকাশ্যে অপমানের দায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছে। গত বছরের ১৯ জানুয়ারি ফ্রান্সের পিরেনে অঞ্চলে সংগঠনটির একটি অভিবাসী বিরোধী প্রকাশের পরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। 

এই আন্দোলনের আরেকজন কর্মী, জেরেমি পিয়ানো, যিনি অভিবাসীদের প্রতি বিরূপ ভিডিও প্রকাশ করেছিলেন তাকেও "জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার" জন্য একই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ৩,০০০ ইউরো করে জরিমানাও করা হয়েছে।

আসামিদের অনুপস্থিতিতে আদালতে ১৬ জুন শুনানি অনুষ্ঠিত হয়। সেন্ট-গউদেন্সের পাবলিক প্রসিকিউটর ক্রিস্টোফ আমুনজাতেগুয়ী অভিযুক্তদের বিরুদ্ধে চার মাসের কারাদণ্ড এবং প্রত্যেকের জন্য ৪,০০০ ইউরো জরিমানার দাবি করেছিলেন। তিনি জানান, "এটি একটি বিশেষ পদ্ধতি যেটি রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার সাথে সম্পর্কিত।" 

ফ্রান্স এবং স্পেনের সীমান্তে অবস্থিত কোল দ্যু পোর্তিও অঞ্চলে ১৯ জানুয়ারি অভিবাসী বিরোধী অভিযানের পর তারা দুজনই ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলেন। এই অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রায় ত্রিশজন কর্মী "ডিফেন্ড ইউরোপ" ও "নো ওয়ে" ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে তাদের একটি দল ড্রোন নিয়ে "সীমান্ত পর্যবেক্ষণ" করার জন্য রওনা হয়েছিল।

২০১৮ সালের ২১ এপ্রিল ফ্রান্স-ইটালি সীমান্তে ‘জেনারিসিওঁ ইদনতিতের’ এর অভিবাসী বিরোধী কার্যক্রম। ছবিঃ এএফপি
২০১৮ সালের ২১ এপ্রিল ফ্রান্স-ইটালি সীমান্তে ‘জেনারিসিওঁ ইদনতিতের’ এর অভিবাসী বিরোধী কার্যক্রম। ছবিঃ এএফপি


প্রসিকিউটরের মতে, আন্দোলনের মুখপাত্র ২১ বছর বয়সী তাই দ্যু দেস্কুফন ফ্রান্সের তুলজ শহরে অধ্যয়নরত একজন ছাত্রী। তিন ২১ ইউটিউবে জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিওতে অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। 

অপর আসামী জেরেমি পিয়ানো সম্পর্কে, প্রসিকিউটর "বিদ্রোহের আহ্বান" এবং "উস্কানিমূলক বক্তৃতার" অভিযোগে সাজা প্রদান করেছেন। এছাড়া তিনি ২০ জানুয়ারি পোস্ট করা সংগঠনটির আরেকটি অভিযানের ইউটিউব ভিডিওতে "অভিবাসীদের আক্রমণ" এবং "ইতিমধ্যে ফ্রান্সে হাজার হাজার অবৈধ অভিবাসীর আগমন" "অভিবাসীরা চোর, ধর্ষক এবং সম্ভাব্য সন্ত্রাসী" বলে উল্লেখ করেছিলেন।

‘জেনারিসিওঁ ইদনতিতের’ কে মার্চের প্রথম দিকে বিলুপ্ত করা হয়। কাউন্সিল অফ স্টেট এই সিদ্ধান্তটি নিশ্চিত করে বলেন, এটি "জনশৃঙ্খলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।"



এমএইউ/এসএস (প্রতিবেদন ফ্রান্স ব্লু)


 

অন্যান্য প্রতিবেদন