নিম্ন জীবনযাত্রা মানের অভিযোগে প্রায় ৬০ অভিবাসী টেনারাইফে দ্বীপের লাস রাইসে আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছে। ছবিঃ রয়টার্স
নিম্ন জীবনযাত্রা মানের অভিযোগে প্রায় ৬০ অভিবাসী টেনারাইফে দ্বীপের লাস রাইসে আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছে। ছবিঃ রয়টার্স

রেসিডেন্ট পারমিট, পরিচয় পত্রসহ বিভিন্ন ধরনের ভুয়া নথি তৈরিতে অভিযুক্ত নেটওয়ার্কের সাথে জড়িত সন্দেহে একটি চক্রকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। কমপক্ষে ১১৩ অভিবাসী এই চক্রের সাহায্যে ভুয়া পাসপোর্ট পেতে সক্ষম হয়েছেন, যার মাধ্যমে চক্রটি প্রায় দুই লাখ ইউরো বা ২ কোটি টাকা সমমানের অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।

৫ অক্টোবর, স্প্যানিশ ন্যাশনাল পুলিশ এবং সিভিল গার্ড একটি যৌথ অভিযানে পরিচয়পত্র জাল করার অপরাধী নেটওয়ার্কের সাথে জড়িত ১৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন সেনেগালের নাগরিককে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনারাইফে থেকে, ২ জন কে ইবিজা দ্বীপ এবং বাকী ১ জনকে কাতালুনিয়ার গিরোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

ইউরোপা প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক সংগঠনের সাথে জড়িত থাকার তথ্য গোপন এবং ভুয়া নথিপত্র তৈরি সহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষের মতে, চক্রটি ক্যানারি দ্বীপপুঞ্জে আগত অভিবাসীদের জিম্মি করে বিভিন্ন অ্যাপার্টমেন্টে লুকিয়ে রেখে অর্থের বিনিময়ে নকল কাগজপত্র সরবরাহ করে থাকে।  

একবার নথিপত্র চূড়ান্ত হয়ে গেলে, চক্রটির সদস্যরা ক্যানারি দ্বীপের বন্দর ও বিমানবন্দরে লোকদের নিয়ে আসে। সেখানে তারা অভিবাসীদের ভুয়া নথির সাহায্যে ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে আইবেরিয়ান উপদ্বীপে পৌঁছাতে নির্দেশনা প্রদান করে থাকে। 

তদন্তকারীদের মতে, মোট ১১৩ জন অভিবাসী এই চক্রের সাহায্যে জাল পাসপোর্ট পেতে সক্ষম হয়েছিল। এটি এমন একটি ব্যবসা যার সাহায্যে চক্রটি প্রায় দুই লাখ ইউরো অর্থ আয় করতে সক্ষম হয়েছে। 



অভিযান চলাকালে দশটি বাড়িতে অনুসন্ধান করা হয়, সেখান থেকে ২০টি জাল পাসপোর্ট পাওয়া গেছে। পাশাপাশি প্রায় বিশ হাজার ইউরো নগদ অর্থ, ৭৭টি টেলিফোন, বিলাসবহুল ঘড়ি এবং উল্লেখযোগ্য পরিমাণে ওষুধও পাওয়া গেছে। 

স্প্যানিশ সিভিল গার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অভিযান চলাকালে এই চক্রটি অভিবাসীদের কেমন অমানবিক অবস্থায় রেখেছিল, তা দেখতে পেয়েছি।"

এই সংগঠনের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ক্যানারি দ্বীপপুঞ্জে তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।

এ বছরের প্রথম ছয় মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫৬% বৃদ্ধি পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে স্প্যানিশ দ্বীপপুঞ্জে প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছে। 

ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের অভ্যর্থনা প্রসঙ্গে এর আগে স্বাধীন অভিবাসন বিশ্লেষক সংস্থা অ্যালডো লিগা ২০২০ সালের সেপ্টেম্বরে ইনফোমাইগ্রেন্টসকে মন্তব্য করেছিলেন, “দ্বীপের অভ্যর্থনা ব্যবস্থাটি পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়েছে।"



এমএইউ/এসএস         





 

অন্যান্য প্রতিবেদন