মৌসুমী অভিবাসীকর্মীদের জন্য দক্ষিণ ইটালির কালাব্রিয়া অঞ্চলে নেই পানীয় জল বা বিদ্যুতের সংযোগ। তাদের বাসস্থানের অমানবিক পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের সম্মুখীন শ্রমিকদের দুটি সংগঠন।
ইটালির কালাব্রিয়া অঞ্চলের দুটি অভিবাসী কর্মী ইউনিয়ন সিআইএসএল ও ইউএসবি বুধবার এক বিবৃতিতে জানায়, সান ফেরদিনান্দো অঞ্চলের পরিস্থিতি আরো তারাপ হচ্ছে।
সিআইএসএল-এর পক্ষ থেকে বলা হয়, "এমন একটি অঞ্চলে পানি বা বিদ্যুৎ পরিষেবা ছাড়া এই অভিবাসীকর্মীরা একা পড়ে রয়েছেন, যেখানে কেউ নেই। রাষ্ট্রের কোনো কাঠামোর কোনো চিহ্নও নেই এই শহরে।"
সান ফেরদিনান্দো শহরটি দক্ষিণ ইটালির কালাব্রিয়া অঞ্চলের পিয়ানা দি জিওয়া তাউরো খামারের মধ্যে পড়ে। এখানে মূলত রসালো ফল, যেমন কমলা বা লেবুর চাষ হয়।
স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নেই
কর্মীদের সংগঠন সিআইএসএলের মতে, এই শহরটি রীতিমত 'ঘেটোতে পরিণত হয়েছে যেখানে নেই ন্যূনতম পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও বাসযোগ্য অবস্থা'।
শুধু তাই নয়, এই সংস্থাটির মতে এই শহরে কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করতে আছেন শুধু দমকলকর্মীরাই, যারা 'অভিবাসী শ্রমিকদের নিরাপদ রাখতে প্রয়োজনে নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলেন'।
আরেকটি সংগঠন ইউএসবি জানায় যে, তারা কালাব্রিয়া অঞ্চলের কর্তৃপক্ষের দফতরের সাথে যোগাযোগ করে দ্রুত একটি বৈঠকের দাবি জানিয়ছে। বৈঠকে এইসব অভিবাসীকর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকটি উত্থাপন করবেন তারা বলে জানা গেছে।
ইউএসবি বিবৃতি বলছে, "বিদ্যুৎ না থাকায় গোটা রাতজুড়ে এই খামারগুলি ছেয়ে থাকে নিশ্ছিদ্র অন্ধকারে। তাছাড়া, খামারের বাইরে ও ভেতরে এতদিন ধরে জমা হয়েছে প্রচুর আবর্জনা, যা জীবন আরো দুর্বিষহ করে তুলছে। প্রতি হেমন্তে এই খামারে কাজ করতে আসেন আরো মানুষ, কিন্তু পরিস্থিতির কোনো বদল হয় না। এই অভিবাসীকর্মীরা না থাকলে ফলের চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক যেমনটা অতিমারির শুরুর সময় হয়েছিল।"
এসএস/আরআর (আনসা)