বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকে পড়া অভিবাসীদের মধ্যে থাকা ইরাকি নাগরিকদের স্বেচ্ছা প্রত্যাবাসনে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে ইরাক। স্বেচ্ছায় যারা দেশে ফিরে যেতে চান তাদের জন্য বৃহস্পতিবার একটি ফ্লাইট পরিচালনার কথা জানানো হয়।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আল-সাহাফ রবিবার রাতে দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ঘোষণায় বলেন, "যারা এই মাসের ১৮ তারিখের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরতে চায় তাদের জন্য বেলারুশ থেকে প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে।"
গত বছর থেকে বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিরোধীদের উপর নিপীড় চালানোর অভিযোগে দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার বৈঠকে বসার পরপই বাগদাদের এই ঘোষণা আসে।
ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে সংকট শুরু হওয়ার পর ব্রাসেলস এবং মিনস্কের মধ্যে রবিবার প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের যোগাযোগ হয়েছে। বেলারুশের প্রেসিডেন্টের বিরুদ্ধে ইইউ’র ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের আগমনকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।
ইইউর কূটনৈতিক প্রধান জোসেপ বোরেল বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকির সঙ্গে কথা বলেছেন। সীমান্তে মানবিক পরিস্থিতিকে "অনিশ্চিত" বর্ণনা এক টুইটে তিনি বলেন, "মানুষের জীবন অবশ্যই রক্ষা করতে হবে এবং মানবিক সংস্থাগুলিকে প্রবেশের অনুমতি দিতে হবে।"
"বর্তমান পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং থামাতে হবে। মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।"
এদিকে ভ্লাদিমির মেকি বলেন, তার দেশকে লক্ষ্য করে যে কোনও নিষেধাজ্ঞা "হতাশাজনক" এবং "আত্নঘাতী" হবে।

অভিবাসীরা 'বিভ্রান্তির শিকার'
পোল্যান্ডের প্রধানমন্ত্রী রবিবার বেলারুশ সীমান্তে অভিবাসন সংকটকে সামনে রেখে ন্যাটোকে জরুরী মিটিং ডাকতে অনুরোধ করেছেন।
মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার অভিবাসী প্রচন্ড ঠান্ডায় ইইউ-বেলারুশ সীমান্তে ক্যাম্প করে আছে। গত সপ্তাহে এই সংকটকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতায় দেশগুলো দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। যার একটি পক্ষ ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য পক্ষে রাশিয়ার সমর্থনে বেলারুশ সরকার।
গ্রুপা গার্নিকা নামের একটি অভিবাসন সংস্থা জানিয়েছে, “আমরা আশঙ্কা করছি ইইউ’র নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মিনস্ক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে।”
সংস্থাটি আরও দাবি করেছে, “অভিবাসীরা বেলারুশের কাছ থেকে বিভিন্ন বিভ্রান্তিকমূলক তথ্যের শিকার হচ্ছে।”
আন্তর্জাতিক সংস্থাগুলি জানিয়েছে, বেলারুশীয় কর্মকর্তারা পোল্যান্ড বা জার্মানিতে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়ে অভিবাসীদের কাছে বিভিন্ন ফর্ম বিতরণ করছেন।
গ্রুপা গার্নিকা এক বিবৃতিতে বলেছেন, "বেলারুশে অভিবাসীদের পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে নিরাপদ পথের আশা জাগানোর চেষ্টার পরামর্শ দেয়, তারপর ইইউ’র উপর চাপ সৃষ্টি করতে তাদেরকে পোলিশ সীমান্তের বিভিন্ন শিবিরে রাখা হয়।”
ইরাকি এবং সিরিয়ান যাত্রীদের তুরস্ক-বেলারুশ ফ্লাইট থেকে বাদ
বেলারুশিয়ান এয়ারলাইন বেলাভিয়া শুক্রবার জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের নাগরিকদের বেলারুশের ফ্লাইটে উঠতে নিষেধ করেছে। কারণ বেলারুশের বিরুদ্ধে ইউরোপে অবৈধ অভিবাসী নিয়ে আসার অভিযোগ উঠেছে।
বেলাভিয়া এক বিবৃতিতে জানিয়েছে, "তুরস্কের সিদ্ধান্ত অনুযায়ী, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের তুরস্ক এবং বেলারুশের মধ্যে ফ্লাইটে উঠার আর অনুমতি দেওয়া হবে না।"
মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা হাজারো অভিবাসী বেলারুশ এবং পোল্যান্ড সীমান্তের কঠিন পরিস্থিতিতে আটকা পড়ায় এ ঘোষণাটি এসেছে।
এমএইউ/আরআর