ফাইল ফটো: এক আফগান শিশুর জীবনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়েছে ‘ফ্লিতে’ | ছবি: এপি
ফাইল ফটো: এক আফগান শিশুর জীবনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়েছে ‘ফ্লিতে’ | ছবি: এপি

পরিচালক জোনাস পোহার রাসমুসেনের তখন ১৫ বছর বয়স৷ ডেনমার্কে তাদের গ্রামে আচমকাই এসে পৌঁছেছিল এক আফগান কিশোর৷ ওই কিশোরের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল৷ স্ক্যান্ডেনেভিয়ার দেশে পায়ে হেঁটে পৌঁছেছিল সে৷ ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন তারা দুজন৷

প্রায় ২০ বছর পর রাসমুসেনকে আফগান শরণার্থী সেই বন্ধু জানালেন, নিজের জীবনের গোপন কথা৷ একসময়ের সেই শরণার্থী কিশোর এখন প্রতিষ্ঠিত শিক্ষাবিদ৷

অ্যানিমেশন চলচ্চিত্র ‘ফ্লি’৷ এই চলচ্চিত্রে পরিচালক রাসমুসেনের বন্ধু আমিন নওয়াবি ছদ্মনাম নিয়ে অতীতের ক্ষতগুলির কথা তুলে ধরেছেন দর্শকের সামনে৷ আফগানিস্তান থেকে পালিয়ে আসা এবং নিজেকে খুঁজে পাওয়ার সেই গল্পই হল ‘ফ্লি’৷

৪০ বছর বয়সি রাসমুসেন সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘কীভাবে, কেন ও ওখানে পৌঁছেছিল, সেটা নিয়ে আমার কৌতূহল ছিল৷ কিন্তু ও সেগুলো নিয়ে কথা বলতে চাইত না৷ আমি ওর ব্যক্তিগত মতকে সম্মান করতাম৷ কিন্তু আমাদের বন্ধুত্ব হয়েছিল, ঘনিষ্ঠতা বেড়েছিল৷ বন্ধুত্বের মধ্যে সেই গল্পটা ছিল একটা ব্ল্যাকবক্সের মতো৷’’

নিজের অতীত, নিজের গোপন কথা ভাগ করে নিয়ে শান্তি পেয়েছিলেন আমিন৷ দুই রকম ভাবে প্রান্তিকতার শিকার ছিলেন আমিন৷ আমিন সমকামী এবং শরণার্থী৷ মানুষ তার কথা বুঝতে পারছে, এটাই তার কাছে বিশাল ব্যাপার৷

গতবছর সানড্যান্সে ওয়ার্ল্ড সিনেমা জুরি গ্র্যান্ড পুরস্কার পেয়েছে এই চলচ্চিত্র৷ এছাড়া দেশবিদেশের একাধিক সম্মান পেয়েছে ‘ফ্লি’৷ গত সপ্তাহেই বাফটায় দুটি মনোনয়ন পেয়েছে ‘ফ্লি’৷ 

২০২২ সালের অস্কারে ডকুমেন্টারি ফিচার এবং আন্তর্জাতিক ফিচার বিভাগে বাছাই করা হয়েছে এই চলচ্চিত্রকে৷ অ্যানিমেশন ফিচারেও এটি বাছাইয়ের তালিকায় রয়েছে৷ 

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে রাসমুসেন রেডিওর কৌশল প্রয়োগ করেছিলেন৷ সাক্ষাৎকারে আমিনকে চোখ বন্ধ করে শুয়ে অতীতের ঘটনা বর্ণনা করতে বলা হয়েছিল৷ প্রায় দশটি সেশনে তার চার বছরের স্মৃতি বিশদভাবে তুলে ধরা হয়েছে ‘ফ্লি’-তে৷ আমিনের কথা পর্দায় ফুটিয়ে তুলতে অ্যানিমেশন এবং আর্কাইভ ভিডিও ব্যবহার করা হয়েছে৷

রাসমুসেন জানিয়েছেন, নিজের কথা সবার সঙ্গে ভাগ করে নেবেন আমিন–এমনটা ঠিক থাকলেও তার মন প্রস্তুত না হওয়া পর্যন্ত এটি ছিল দীর্ঘ প্রক্রিয়া৷ তার সঙ্গীর সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে, এমন ভাবনাও ছিল৷ 

রাসমুসেন বলেন, ‘‘অতীতকে জীবন্ত করে তোলা ছিল অ্যানিমেশনের উদ্দেশ্য৷ আর্কাইভাল ফুটেজের মাধ্যমে মানুষকে তিনি মনে করিয়ে দিতে চেয়েছিলেন, এটি সত্যি ঘটনা এবং সবকিছুই বাস্তব৷’’

প্রাথমিকভাবে বন্ধুত্ব এবং গোপনীয়তা নিয়ে একটি গল্প বলতে চেয়েছিলেন পরিচালক৷ যখন ২০১৫ সালে ইউরোপে অভিবাসী সংকট তৈরি হয়, সেই সময় রাসমুসেনের দৃষ্টিভঙ্গিতে বদল ঘটে৷ 

তিনি বলেন, ‘‘আমি ডেনমার্কের জাতীয় সড়কে এবং ইউরোপের বাকি অংশে যে শরণার্থীদের দেখেছি, তাদের একটি মানবিক মুখ হিসেবে দেখাতে চেয়েছি৷ শরণার্থী কোনো পরিচিতি হতে পারে না৷এটি একটি জীবনের পরিস্থিতি৷’’

শুক্রবার ব্রিটেনে মুক্তি পেয়েছে ‘ফ্লি’৷

আরকেসি/এআই (রয়টার্স)

 

অন্যান্য প্রতিবেদন