গ্রিসের লেসবসে নতুন অভিবাসী শিবির খোলার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলছিল মঙ্গলবার৷ সেই কর্মসূচিতে সহিংসতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে মঙ্গলবার আটক করেছে পুলিশ৷
প্রতিবাদীর দল মাটি তোলার জন্য একটি যন্ত্রে আগুন ধরিয়ে দিয়েছিল৷ ৮৬০ কোটি টাকার একটি প্রকল্পে সেই যন্ত্র (এক্সক্যাভেটর) ব্যবহার করছিলেন এক বেসরকারি ঠিকাদার৷
লেসবসের রাজধানী মাইতেলেনের থেকে ৩০ কিমি উত্তরে প্লাতি এলাকায় এই শিবির নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরে৷ প্রায় তিন হাজার অভিবাসী এবং আশ্রয়প্রার্থীর জন্য ঘর তৈরির কথা রয়েছে এখানে৷
২০১৫-২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য অন্যতম প্রবেশদ্বার ছিল লেসবস৷ সেই সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও অন্যান্য জায়গা থেকে কয়েক হাজার শরণার্থী তুরস্ক থেকে পশ্চিমি দেশগুলিতে পাড়ি জমান৷ লেসবসের আরও দক্ষিণে মোরিয়ার একটি শিবিরে অনেকে থাকতেন৷
২০২০ সালে একটি অগ্নিকাণ্ডে সেটি ভস্মীভূত হয়ে যায়৷ সেই শিবিরের বাসিন্দারা এখন অস্থায়ী আশ্রয়ে রয়েছেন৷ গ্রিসের পাঁচটি দ্বীপে নতুন শিবির তৈরি করতে অর্থ সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়ন৷ তবে নতুন এসব শিবিরে যাতায়াতে কড়াকড়ি রয়েছে৷
মানবাধিকার গোষ্ঠীগুলি এই গতিবিধি নিয়ন্ত্রণের সমালোচনা করছে৷ লেসবসে স্থানীয় কর্তৃপক্ষ এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে৷ প্রকল্প বন্ধ করতে আদালতে গিয়ে সরকারকে চ্যালেঞ্জ জানানোর হুঁশিয়ারিও দিয়েছে তারা৷
আরকেসি/কেএম