ট্রাকের নীচে লুকানো বাক্সতে করে পাচারকালে আট অভিবাসীকে উদ্ধার করেছে অস্ট্রিয়ান পুলিশ৷ তাদের সবাই তীব্র ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন৷ এমনকি কয়েকজন অজ্ঞান ছিলেন বলেও জানিয়েছে পুলিশ৷
বুধবার অস্ট্রিয়ান পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, হাঙ্গেরির সীমান্তের কাছে রোমানিয়া থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালায় তারা৷ এ সময় নীচে সংযুক্ত গোপন বাক্সে লুকিয়ে থাকা আট তুর্কি নাগরিককে খুঁজে পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এই অভিবাসীদের তুরস্ক থেকে রোমানিয়া ও হাঙ্গেরি হয়ে অবৈধভাবে অস্ট্রিয়ায় নিয়ে আসা হয়৷
পুলিশ জানিয়েছে, প্রায় শূন্য ডিগ্রি তাপমাত্রায় এই অভিবাসীরা হাইপোথার্মিয়া বা তীব্র ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন৷ দমবন্ধ পরিবেশের কারণে কয়েকজন অজ্ঞান হয়ে যান৷
পুলিশের ধারণা, আটক করার আগে ছয় ঘণ্টার ঝুঁকিকিপূর্ণ এই যাত্রায় ট্রাকটির গোপন বাক্সতে আরো ডজনখানেক অভিবাসীকে বহন করা হয়েছে৷
মূলত গত মাসে জার্মান কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে অস্ট্রিয়ান পুলিশের একটি দল এই অভিযান চালায়৷ বুধবারই এই ঘটনা প্রকাশ করে তারা৷

অস্ট্রিয়া পুলিশ জানায়, ৩৯ বছর বয়সি চালক স্বীকার করেছেন তিনি এমন আটটি ভ্রমণে ৪০ জন অভিবাসীকে অস্ট্রিয়ায় পাচার করেছেন৷ এজন্য জনপ্রতি ১৫ হাজার থেকে ১৬ ইউরো (১৫ থেকে ১৬ লক্ষ বাংলাদেশি টাকা) খরচ করেছেন অভিবাসীরা৷
চালকের সাথে পাচারকাজে সাহায্যকারী সন্দেহে ৫৬ বছর বয়সি আরও একজনকে শুক্রবার অস্ট্রিয়ান শহর গ্রাজ থেকে গ্রেপ্তার করা হয়৷ তিনিও একজন তুর্কি নাগরিক৷ তবে তদন্তের স্বার্থে চালক ও তার এই সহযোগীর ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে পুলিশ৷
এক বিবৃতিতে অস্ট্রিয়ার উত্তর-পূর্ব পুলিশ জানিয়েছে, গাড়ির একদম নিচের অংশে অভিবাসীদের গোপনে পরিবহণের জন্য বাক্সটিকে বিশেষভাবে পরিবর্তন করা হয়েছে৷ অভিবাসীরা জানান, চালক নিজেই এটিকে ‘ভয়ংকর বাক্স’ হিসাবে বর্ণনা করেন৷ গ্রেপ্তারকৃত অভিবাসীরা অস্ট্রিয়ায় আশ্রয় আবেদন করেছেন বলে জানা গেছে৷
এমএইউ/এফএস