ইটালির দক্ষিণাঞ্চলে বসবাস করেন বহু অভিবাসী৷ এই এলাকায় সম্প্রতি একটি প্রকল্প চালু করা হয়েছে৷ এর ফলে শ্রমের অপব্যবহার কমবে এবং অভিবাসীরাও সমাজে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে৷
ইটালির কাস্টেল ভোলটুরনোর একটি সংস্থা সামাজিক এই হাব তৈরি করেছে৷ এর ফলে অভিবাসীরা স্বাস্থ্য সেবা পাবেন৷ এ ছাড়া বসবাসের অধিকার এবং কর্মসংস্থান নিয়েও সাহায্য পাবেন তারা৷
বৈধ নথি রয়েছে এমন অভিবাসী এবং বৈধ নথি এমন অভিবাসীরাও এই এলাকায় বসবাস করেন৷ প্রকল্পের উদ্দেশ্য হল অভিবাসীদের সামাজিকভাবে পাশে থাকা৷ যারা কখনও না কখনও অভিবাসী হওয়ার কারণে শ্রমিক হিসেবে শোষণের শিকার হয়েছেন তাদের প্রকৃত চাহিদা পূরণের জন্য সাহায্য করা৷ সিডিসের মতো স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রকল্পে সাহায্য করছে৷ তাদের অধীনে কর্মরত সমবায়গুলিও রয়েছে এর মধ্যে৷ সবমিলিয়ে অভিবাসীদের জন্য মোট সাতটি সামাজিক হাব রয়েছে৷
নতুনদের তালিকাভুক্তি
কাস্টেল ভোলটুরনোর সামাজিক হাবে কয়েক সপ্তাহের মধ্যে ৭০ জনের সমস্যা নথিভুক্ত করা হয়েছে৷ কেউ চাইছেন বসবাসের আইনিপত্র, কেউ চাইছেন কাজ৷ এই প্রকল্পের লক্ষ্য হল যে কোনো রকম শোষণকে তুলে ধরা৷ প্রকল্পে কর্মরত মার্সেডেজ নিকোলেট্টি বলেন, এলাকার কিছু ব্যবসা এবং রিয়েল এস্টেট এজেন্সির সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক সক্রিয় করছেন তারা৷ এর ফলে অভিবাসীদের অধিকার এবং মর্যাদা রক্ষার বিষয়টি আরও পাকাপোক্ত হবে৷
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, এনসিও কনসর্টিয়াম বৃহস্পতিবার থেকে রবিবার ভ্রাম্যমাণ ইউনিট চালু করেছে৷ সাতটি শহরের মূল মোড়গুলিতে কোভিড টেস্ট এবং এইচআইভি পরীক্ষার পাশাপাশি মহিলাদের জন্য পিএপি সার্ভিকাল স্মিয়ার টেস্ট করা হচ্ছে৷ যক্ষ্মার জন্য নির্দিষ্ট পরীক্ষাও করা হচ্ছে৷
চিকিৎসক খুঁজতে সাহায্য
অভিবাসীদের জাতীয় স্বাস্থ্য পরিষেবার আওতায় আনা, পারিবারিক ডাক্তার এবং বাড়ির ছোটদের জন্য চিকিৎসক খুঁজে সাহায্য করা হচ্ছে এই প্রকল্পে৷ মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেয়ায় সাহায্য করা হচ্ছে৷
এনসিও কনসর্টিয়ামের তরফে টমাসো মাজেই মোবাইল ইউনিটের প্রশংসা করেছেন৷ সংক্রামক যৌন রোগ মোকাবিলায় দীর্ঘদিন কাজ করেছেল এমন সংস্থাগুলির সঙ্গে জোট বাঁধায় এই কাজ আরও বিস্তৃতি লাভ করবে বলে মনে করেন তিনি৷
তিনি বলেন, প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল, অভিবাসীদের স্বাগত জানানো, ডাক্তারি পরীক্ষার কথা বলা, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা৷ যারা মনে করেন, তাদের সব হারিয়ে গিয়েছে, তাদের ছোটখাটো বিষয়গুলির দিকে খেয়াল রাখতেই এমন প্রকল্পের ভাবনা৷
আরকেসি/এমএইউ (আনসা)