ব্যবসার ভুয়া কাগজপত্র দেখিয়ে ইটালিতে থাকার অনুমতি চেয়ে আবেদন করছেন অভিবাসীদের একটি দল৷ দেশটির উত্তরাঞ্চলের গেনোয়া শহরে পুলিশ এমন ১৭৫জন অভিবাসীর বিরুদ্ধে তদন্ত করছে৷
স্থানীয় একটি চক্রের সহযোগিতায় তারা ব্যবসার ভুয়া কাগজপত্র তৈরি করেছে বলে দাবি পুলিশের৷
পুশিল জানায়, তারা এমন একটি চক্রের সন্ধান পেয়েছে যারা বিদেশিদেরকে ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র তৈরি করে থাকার অনুমতি পেতে সহযোগিতা করছে৷
জানা গেছে, ব্যবসা শুরু করার জন্য শহর কর্তৃপক্ষের কাছে বেশ কিছু আবেদন জমা পড়েছিল৷ কিন্তু কাগজপত্রে উল্লেখিত ঠিকানা ভুয়া বলে জানতে পারে কর্তৃপক্ষ৷
এমন ঘটনার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে যে, বিদেশিদের অনেকে থাকার অনুমতি পেতে ভুয়া কাপগজপত্র ব্যবহার করছেন৷
পুলিশের দাবি, ব্যবসার জন্য অনেক অভিবাসীই শরণার্থী আশ্রয়কেন্দ্রের ঠিকানা ব্যবহার করছে৷ অথচ তারা সেখানে আর থাকেন না৷
পুলিশ আরো জানায়, যেই ১৭৫জন অভিবাসনপ্রত্যাশীর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাদের বেশিরভাগই সিটি অফিসে ব্যবসার আবেদন করে ভ্যাট নাম্বার সংগ্রহ করেছে৷ পরে ঐ নাম্বার দিয়ে তারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যেন তাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত করা হয়৷
আরআর/এসিবি (আনসা)