১৯ বছরের এক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেবে এমন লোভ দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগে পোল্যান্ড থেকে একজনকে আটক করা হয়েছে৷ তাছাড়া আরো এক সন্দেহভাজন ব্যক্তি ১৬ বছরের এক শরণার্থী তরুণীকে কাজ ও থাকার জায়গা দেবেন বলে আশ্বস্ত করেছিলেন৷
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে লাখ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন৷ নিরাপদ আশ্রয়ের আশায় পোল্যান্ড, রোমানিয়া, জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে ভিড় করছেন তারা৷ জাতিসংঘের তথ্যমতে, ইউক্রেন ছেড়ে আসা প্রায় ২৫ লাখ শরণার্থীর দশ লাখই শিশু৷ সংস্থাটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে আসেনি৷
আর এই পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে মাবপাচারকারীদের একটি চক্র৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএউচসিআরের গ্লোবাল কমিউনিকেশনের প্রধান গেডিনি-উইলিয়ামস জানান, এমন পরিস্থিতিতে সবসময়ই মানবাপাচারকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে৷ আর এ সময়ে শুধু পাচারই নয় বরং যৌন নিপীড়নের ঘটনাও ঘটে৷
সন্দেহভাজন আটক
পোল্যান্ড পুলিশ জানায়, ইউক্রেনের এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ৪৯ বছরের এক ব্যক্তিকে তারা আটক করেছে৷ অভিযোগ প্রমাণিত হলে আটক ব্যক্তির ১২ বছরের জেল হতে পারে৷
এক বিবৃতিতে পুলিশ জানায়, ইউক্রেনের ওই তরুণীর সাথে আটক ব্যক্তিটির ইন্টারনেটে একটি পোর্টালে কথা হয়৷ পোলিশ ভাষা না জানা এ তরুণীকে আটক ওই ব্যক্তি আশ্রয় দেবে এমন আশ্বাস দিয়েছিলেন৷
তাছাড়া ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেন ও রাশিয়া থেকে আসা নারী ও শিশুদের কেউ যদি রাতে থাকার সুযোগ দেবে এমন আশ্বাস দেয় তাহলে তা যাচাই-বাছাই করতে বার্লিন পুলিশ অনুরোধ জানিয়েছে৷ আর কোনো সন্দেহজনক সহযোগিতার প্রস্তাব এলে তাও পুলিশকে জানাতে বলা হয়৷
আরআর/কেএম (এপি)