ইউক্রেন থেকে আসা শরণার্থীদের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছে ইউরোপের অন্যতম দরিদ্র দেশ মলদোভার সীমান্তরক্ষী বাহিনী। দেশটিকে সাহায্যে ইইউ বহিঃসীমান্ত রক্ষা বাহিনী (ফ্রন্টেক্স) এজেন্সির আওতায় সৈন্য মোতায়েনে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেনের যুদ্ধের কারণে দেশ ছেড়ে মানুষদের আগমনের প্রচণ্ড চাপে রয়েছে সীমান্তবর্তী দেশ মলদোভা। ইউরোপ মহাদেশের সবচেয়ে দরিদ্র এই দেশটিকে সাহায্য করতে সংগঠিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার ১৭ মার্চ ইউরোপীয় কমিশন জানায়, মলদোভার সাথে একটি চুক্তি সাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন। চুক্তির আওতায় ফ্রন্টেক্সকে মলদোভা সীমান্তে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ইউক্রেনীয় শরণার্থীদের ব্যবস্থাপনার কাজে দায়িত্বরত মলদোভার সীমান্তরক্ষী বাহিনীকেও সাহায্য করবে সংস্থাটি।
পাশপাশি বৈঠকে নরওয়েসহ অন্যান্য দেশগুলি মলদোভা থেকে শরণার্থীদের নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে পালিয়ে আসা তিন লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশ মলদোভায় আশ্রয় নিয়েছে।
ইইউ কমিশন নির্দিষ্ট করে জানিয়েছে, ব্রাসেলসের সমন্বিত একটি প্ল্যাটফর্মের অংশ হিসাবে মলদোভা থেকে ৫,২৫০ জন বাস্তুচ্যুত ইউক্রেনীয় নাগরিককে আশ্রয় দেবে নরওয়ে। ইইউভুক্ত আরও ছয়টি সদস্য রাষ্ট্রও মলদোভা দিয়ে ট্রানজিট করা ১১,৫০০ ইউক্রেনীয় শরণার্থীকে স্বাগত জানানোর উদ্যোগ নিয়েছে।
ইইউ স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা জোহানসন বুধবার ইইউ সংসদের এমইপিদের উপস্থতিতে বলেন, “মল্দোভাকে নিজস্ব সীমানা রক্ষা করতেই লড়াই করতে হচ্ছে, ইউক্রেনীয় শরণার্থীদের রাজনৈতিক আশ্রয়ের নিবন্ধন কাজ করতে পারছে না দেশটি।”
ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলির মধ্যে আয়তন ও জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত ইউক্রেনীয় নাগরিক স্থান দিয়েছে মলদোভা।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে স্বাক্ষরিত চুক্তি
এই চুক্তিটির ফলে এখন থেকে মলদোভা কর্তৃপক্ষের নির্দেশে ইউক্রেন থেকে লোকদের নিবন্ধন এবং নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য ফ্রন্টেক্সের সৈন্যরা উপস্থিত থাকবে। ফ্রন্টেক্সের উপস্থিতির ফলে, ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব করে হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের বাইরে কোন তৃতীয় দেশের সাথে এই ধরনের একটি চুক্তির আলোচনা সম্পন্ন করতে সাধারণত কমপক্ষে ছয় মাস সময় লাগে। তবে এই চুক্তিটি রেকর্ড এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়েছে। নতুন এই চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন ইইউ স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা জোহানসন।
ইউরোপীয় কাউন্সিলের তথ্য অনুসারে, আপাতত ফ্রন্টেক্স কারিগরি সহায়তা চুক্তির অস্থায়ী কাঠামোর মধ্যেই যত দ্রুত সম্ভব মলদোভাকে সহায়তা প্রদান করবে। তবে, নতুন এই চুক্তিটি ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বর্তমানে, ফ্রন্টেক্সের ১৮ জন কর্মকর্তা মলদোভাতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন। নতুন চুক্তিটি এসব কর্মকর্তাদের সেখানে দীর্ঘ সময় থাকার এবং সরাসরি সহায়তার অনুমোদন দেবে।
ইইউ কমিশনের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে রোমানিয়ায় ২০৫ জন, পোল্যান্ডে ২০ জন এবং স্লোভাকিয়ায় ১৪ জন ফ্রন্টেক্সের সেনা মোতায়েন করা হয়েছে।
অপরদিকে, ইউরোপীয় অপরাধ প্রতিরোধ সংস্থা (ইউরোপোল) স্লোভাকিয়া এবং পোল্যান্ডে উপস্থিত রয়েছে । ইইউ কমিশনারের মতে, এসব দেশের পাশাপাশি রোমানিয়া এবং হাঙ্গেরিতেও মিশন স্থাপন করবে ইউরোপোল।
এমএইউ/আরআর