যুক্তরাজ্যের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার ২০০ জনেরও বেশি অভিবাসী চ্যানেল পেরিয়েছেন৷ আবহাওয়া ভাল থাকার কারণে এত জন একসঙ্গে এই সমুদ্র পাড়ি দিতে সক্ষম হয়েছেন বলে মনে করা হচ্ছে৷
সোমবার যুক্তরাজ্যের সীমান্তরক্ষী বাহিনী ২১৩ অভিবাসীকে উদ্ধার করেছে৷ মেল অনলাইন এবং ইনডিপেনডেন্ট সংবাদপত্র জানিয়েছে, পুরুষ, নারী ও শিশু-সহ মোট ছয়টি অভিবাসী নৌকা চ্যানেল পেরিয়েছিল সোমবার৷ তাদেরকে ডোভারের কেন্টে নিয়ে আসা হয়েছিল৷ পিকচার অ্যালায়েন্সের সরবরাহ করা একটি ছবিতে দেখা গিয়েছে, মেরুন রঙের কম্বলে নিজেদের মুড়ে ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন অভিবাসীরা৷ সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে লাইফ জ্যাকেট ফেরত দিতে দেখা যায় এক অভিবাসী নারীকে৷ ঠান্ডার হাত থেকে বাঁচতে পর্যাপ্ত গরম কাপড়, জ্যাকেট, স্কার্ফে নিজেদের মুড়ে রেখেছিলেন তারা৷
মেল অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সাড়ে তিন হাজার অভিবাসী চ্যানেল পেরিয়েছেন৷ এরমধ্যে মার্চেই পেরিয়েছেন প্রায় দুই হাজার জন৷
উপকূলে একাধিক দল
মেল অনলাইন জানিয়েছে, ডোভারের তীর থেকে তিন জন তরুণকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন রয়্যাল ন্যাশনাল লাইফবোট অ্যাসোসিয়েশন (আরএনএলএ)৷ মেলে প্রকাশিত খবর বলছে, প্রায় একই সময়ে ২০ জন তরুণের একটি দলকে যুক্তরাজ্যে নিয়ে এসেছিল সীমান্তরক্ষী বাহিনী৷ পরবর্তীতে ৩০ জন এবং ৫০ জনের একটি দলকে নিয়ে আসা হয়৷
জাতীয়তা এবং সীমানা বিল
বুধবার সীমানা বিল নিয়ে সরকারের সংসদে আলোচনা হতে পারে৷ বিলের নতুন ধারা কার্যকর হলে সীমান্ত বাহিনী চ্যানেলে নৌকাগুলিকে থামাতে এবং অন্যত্র ফিরিয়ে দিতে পারবে৷ বাহিনীর কাছে এমন ক্ষমতা দেয়া হতে পারে৷ তবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে এটি করা সম্ভব তা নিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল এবং অভিবাসী-শরণার্থীপন্থি সংগঠনগুলির মধ্যে বিরোধিতা রয়েছে৷ এদিকে ফরাসি সরকারও জানিয়েছে, জোর করে অভিবাসীদের ফেরত পাঠানো অবৈধ এবং বিপজ্জনক৷
চ্যানেল পেরিয়ে আসা অভিবাসী, শরণার্থী এবং যুদ্ধপীড়িত ইউক্রেন থেকে আসা শরণার্থীদের নিয়ে যুক্তরাজ্যের সরকারের বিবৃতিগুলির মধ্যে বৈপরীত্য রয়েছে৷ ‘কেয়ার ফর কালে’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠন এই বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে৷ অভিবাসীদের যুক্তরাজ্যে এবং ফ্রান্সে দুই দেশেই সাহায্য করে থাকে তারা৷

কালেতে সুদানি নাগরিকের মৃত্যু
চ্যানেলের ফ্রান্স অংশে গত সপ্তাহে এক সুদানি নাগরিকের মৃত্যুর খবর প্রকাশ করেছে কেয়ার ফর কালে৷ গাড়ির ধাক্কায় বিশ বছর বয়সি এই তরুণের মৃত্যু হয়৷
‘কেয়ার ফর কালে’ জানিয়েছে, ‘‘শরণার্থীরা যাতে যুক্তরাজ্যে নিরাপদ যাতায়াত করতে পারেন, তেমন ব্যবস্থার প্রয়োজন৷ রাস্তাঘাটে মারাত্মক ঝুঁকির মধ্যে থাকেন শরণার্থীরা৷ এদিকে যুক্তরাজ্য সরকার বারবার শরণার্থী বিরোধী বিল পেশ করতে চাইছে, এর ফলে পরিস্থিতি আরো খারাপ হবে৷’’
তারা প্রশ্ন তুলেছে, যুদ্ধপীড়িত ইউক্রেনীয়দের যুক্তরাজ্যে প্রবেশের বিষয়ে সরকার অনেকটাই নরম৷ তাদের নিরাপদে যুক্তরাজ্যে আনতে ভিসার ব্যবস্থা করাও সম্ভব৷ তাহলে চ্যানেল পেরোতে গিয়ে এখনও অনেকে মারা যাচ্ছেন কেন?
ভিসার অপেক্ষা
কালেতে অপেক্ষারত এক ব্যক্তির দৃষ্টিশক্তির সমস্যা থাকায় ‘বিশেষভাবে সক্ষম’-এর তালিকায় তার নাম নথিভুক্ত করা হয়েছে৷
ভাদিম নামে ওই ব্যক্তি জানান, ১৯৮৬ সালে ইউক্রেনের তার জন্ম৷ ১৭ বছর বয়সে একটি চোখে দৃষ্টিশক্তি হারান তিনি৷ অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে পারেননি সেই সময়৷ তাই একটি চোখে আর দেখতে পারেন না৷ তবে নির্মাণকর্মী হিসেবে ইট বহনের কাজ করতেন তিনি দেশে৷ যুক্তরাজ্যে ভিসার আবেদন জানিয়েছেন ভাদিম৷ ‘কেয়ার ফর কালে’-এর সাহায্যে কাজ খুঁজছেন ভাদিম৷ তার থাকার ব্যবস্থা হয়েছে তাতেই তিনি খুশি৷ কিন্তু ইউক্রেনের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত এই শরণার্থী৷
ফরাসি উপকূলে
ফ্রান্সের উপকূলে ১৬ মার্চ একটি ছোট নৌকা থেকে ১৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্থানীয় ম্যারিটাইম প্রেফেকচুর দ্য লা মনশ এ দ্যু নর্দ৷ জরুরি পরিষেবা এবং সীমান্ত পুলিশ তাদের বিষয়টি দেখছে৷
আরকেসি/এফএস (এমা ওয়ালিস)