Aসমুদ্রে জার্মান জাহাজ সি-ওয়াচের অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের দৃশ্য৷ ফটো মিশেল কেকুলে/সি-ওয়াচ
Aসমুদ্রে জার্মান জাহাজ সি-ওয়াচের অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের দৃশ্য৷ ফটো মিশেল কেকুলে/সি-ওয়াচ

গত শুক্র ও শনিবার কয়েকটি আলাদা অভিযানে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকা থেকে দুইশ’রও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মানির একটি বেসরকারি সংস্থা পরিচালিত জাহাজ সি-ওয়াচ৷

সংস্থাটির এক মুখপাত্র রোববার জানান, এই দুই দিনে জাহাজটি ভূমধ্যসাগরে মোট পাঁচটি উদ্ধার অভিযান পরিচালনা করে৷ 

শুক্রবার পরিচালিত এক অভিযানে জাহাজটি ভূমধ্যসাগরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসমান ২৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ এরপর শনিবার পরিচালিত আরেক অভিযানে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ৷ 

উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সাগরে ভাসমান অবস্থায় জাহাজটি একটি বিপদ সংকেত শুনতে পেয়ে এগিয়ে যায় এবং একটি নৌকা ডুবে যাচ্ছে এমন অবস্থায় দেখতে পায়৷ 

এ সময় নৌকাটি থেকে ৩৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ উদ্ধার হওয়া এ অভিবাসনপ্রতাশীদের দাবি, নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের অনেকেই নৌকাডিুবির সময়ে সমুদ্রের পানিতে ভেসে গেছেন৷ উদ্ধারের সময় জাহাজের নাবিকেরাও সমুদ্রে ভাসমান কয়েকটি মৃতদেহ দেখতে পান বলে জানান৷ 

এই ঘটনার কিছুক্ষণ পর ভূমধ্যসাগরে পরিচালিত আরেকটি অভিযানে মোট ৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জার্মান জাহাজ সি-ওয়াচ৷

উদ্ধারকৃতদের নিয়ে জাহাজটি ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূল ত্যাগ করেছে বলে রোববার জানায় কর্তৃপক্ষ৷ তবে এসকল অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে জাহাজটি কোন দেশের বন্দরে ভিড়বে তা জানা যায়নি৷  

এদিকে ১১৩ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ডক্টর্স উইদাউট বর্ডার্সের সমুদ্রে ভাসমান জাহাজ জিও ব্যারেন্টস ইটালির সিসিলি বন্দরে ভিড়ার অনুমতি পেয়েছে বলে জানা গেছে৷ 

আরআর/এসিবি (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন