অনিয়মিত উপায়ে তুরস্কে প্রবেশ করতে গিয়ে আটক এক আফগান অভিবাসী পরিবার। ছবি: রয়টার্স
অনিয়মিত উপায়ে তুরস্কে প্রবেশ করতে গিয়ে আটক এক আফগান অভিবাসী পরিবার। ছবি: রয়টার্স

তুরস্কে বসবাসরত ২২৭ জন অনিয়মিত আফগান অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। করোনা মহামারির কারণে বন্ধ হওয়া তুরস্কের মালটায়া বিমানবন্দর থেকে চার্টার্ড ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৮১ অনিয়মিত অভিবাসীকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

তুরস্কে অনিয়মিত অবস্থায় বসবাসরত অন্তত ২২৭ জন আফগান নাগরিককে রোববার ২৪ এপ্রিল আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে তুরস্ক কর্তৃপক্ষ। এসব অভিবাসীরা কোন প্রকার ভিসা ছাড়াই অবৈধভাবে তুরস্কতে প্রবেশ করেছিল। 

এই অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে অল্প সময়ের জন্য প্রত্যাবাসন শিবিরে রাখা হয়েছিল। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তুরস্ক সরকার। 

স্থানীয় অভিবাসন দপ্তরের মতে অভিবাসীদের বহনকারী বিমানটি তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালত্য থেকে যাত্রা করে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবতরণ করেছে।

তুরস্কের মালটায়া সামরিক বিমানবন্দর থেকে পুনরায় চার্টার্ড ফ্লাইট চালু হওয়ার পর থেকে অন্তত ৬৮১ জন অনিয়মিত অভিবাসীকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

যুদ্ধ এবং নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপে পাড়ি দিয়ে নতুন জীবন শুরু করার লক্ষ্যে যাত্রা করা আশ্রয়প্রার্থীদের জন্য সবচেয়ে ব্যবহৃত একটি ট্রানজিট পয়েন্ট হচ্ছে তুরস্ক।

ইতিমধ্যেই ৪ মিলিয়ন বা ৪০ লাখ শরণার্থী ও উদ্বাস্তুকে গ্রহণ করেছে দেশটি। যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। এছাড়া নতুন করে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে তুরস্ক তার সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।



এমএইউ/আরআর (আনাদুলু এজেন্সি)


 

অন্যান্য প্রতিবেদন