বুধবার  সমুদ্র থেকে অভিবাসীদের একটি দলকে উদ্ধার করছেন ওসান ভাইকিংয়ের কর্মীরা৷ ছবি:এসওএস মেডিটেরানিয়ান
বুধবার সমুদ্র থেকে অভিবাসীদের একটি দলকে উদ্ধার করছেন ওসান ভাইকিংয়ের কর্মীরা৷ ছবি:এসওএস মেডিটেরানিয়ান

বেসরকারি সংস্থা ‘এসওএস মেডিটেরানিয়ান’ মধ্য ভূমধ্যসাগরে বিপদে পড়া প্রায় ১৩০ অভিবাসী এবং শরণার্থীকে উদ্ধার করেছে৷ বুধবার এই তথ্য জানিয়েছে তারা৷

সংস্থাটির জাহাজ ওসান ভাইকিংয়ের ক্রুরা বুধবার রাতে লিবিয়ার উপকূল থেকে ৭০ জনকে উদ্ধার করেন৷ তিন মিটার উচ্চতার ঢেউয়ের মুখে এই অভিবাসীরা বিপদজনক পরিস্থতির মধ্যে ছিলেন বলে জানিয়েছেন তারা৷ সকালে পৃথক অভিযানে আরো ৬০ জনকে উদ্ধারে সক্ষম হয় জাহাজটি৷

সব মিলিয়ে এই মুহূর্তে ওসান ভাইকিং ২৯৫ অভিবাসীকে নিয়ে সমুদ্রে ভাসছে৷ বাকিদের শনি ও রোববার উদ্ধার করা হয়েছিল৷ এই অভিবাসীদের মধ্যে প্রায় ১৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে সংস্থাটি৷ 


এদিকে মঙ্গলবার ইটালির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে তারা সিসিলির পূর্ব উপকূল থেকে ৮০ জনকে উদ্ধার করেছে৷ এই অভিবাসীরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে একটি মাছ ধরার নৌকায় ভাসছিলেন৷ উদ্ধারের পর স্বাস্থ্যগত কারণে এক গর্ভবতী নারী ও তার স্বামীকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়৷ বাকিদের সিসিলির বন্দর অগুস্তাতে নিয়ে যায় উপকূলরক্ষীরা৷ 

আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসী, শরণার্থীরা উন্নত জীবনের আশায় লিবিয়া, টিউনিসিয়া থেকে যাত্রা করে ইটালি, মাল্টার উপকূলে পৌঁছানোর চেষ্টা করেন৷ ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছর মঙ্গলবার পর্যন্ত নয় হাজার ৬০০ জন দেশটিতে পৌঁছেছেন৷ মাছ ধরার নৌকায় গাদাগাদি করে সমুদ্রের ভয়াবহ ঢেউ পাড়ি দিতে গিয়ে এই অভিবাসীরা অনেকসময়ই দুর্ঘটনার শিকার হন৷ জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর ভূমধ্যসাগরে নিখোঁজ হন প্রায় ৫৫০ জন৷ 

এফএস/এআই (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন