ইউরোপের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং তথ্য লুকানোর অভিযোগে মামলা করেছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল ও ফ্রাগ ডেন স্টাট৷ গত বছরের জুলাই মাসের একটি ঘটনার প্রেক্ষিতে এই মামলা দায়ের করেছে সংস্থা দুইটি৷
মামলার ঘোষণা দিয়ে এক টুইটে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল বলেছে, ফ্রন্টেক্স গুপ্তচর সংস্থাগুলোর মতো করে কাজ করছে এবং তাদের কর্মকাণ্ডের তথ্য লুকাচ্ছে৷ সীমান্তরক্ষী বাহিনীটির কার্যকলাপ ফাঁস এবং জবাবদিহিতার আওতায় আনতে তাদেরকে আদালতের মুখোমুখি করা হচ্ছে৷ ‘‘মানবাধিকারের প্রয়োগ সব জায়গায় হতে হবে- এমনকি ইউরোপের সীমান্তেও,’’ টুইটে উল্লেখ করেছে সমুদ্রে অভিবাসীদের উদ্ধারকারী বেসরকারি সংস্থাটি৷
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সি-ওয়াচ জানিয়েছে, তারা লুক্সেমবুর্গে ইউরোপীয় ইউনিয়নের আদালতে ফ্রন্টেক্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে৷ এর আগে ফ্রন্টেক্সের কাছে ‘ফ্রিডম অব ইনফরমেশন রেগুলেশন’ আইনের আওতায় তথ্য চাইলেও তারা তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংস্থাটি৷
বিবৃতিতে বলা হয়, গত বছরে জুলাইতে মাল্টার সমুদ্র সীমানায় প্রতিকূল আবহাওয়ায় ২০ অভিবাসীকে বহনকারী একটি নৌকা আটক করে নিয়ে যায় লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী৷ কাছে সি-ওয়াচ-থ্রি উদ্ধারকারী জাহাজ থাকা সত্ত্বেও তাদেরকে সেই তথ্য দেয়নি কোনো কর্তৃপক্ষ৷ মাল্টার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের দায়িত্ব প্রত্যাখ্যান করে এবং জানায় অভিবাসীদের সমুদ্র থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ সি-ওয়াচের দাবি নৌকাটিকে বাধা দেয়ার আগে সেখানে ফ্রন্টেক্সের ড্রোনের উপস্থিতি ছিল৷ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনায় ফ্রন্টেক্স জড়িত ছিল বলেও উল্লেখ করেছে তারা৷
এদিকে এই বিষয়ে যথাযথ আইনের আওতায় তথ্য চাওয়ার পরও ফ্রন্টেক্স তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি৷
সি-ওয়াচ জানিয়েছে, ফ্রাগ ডেন স্টাট নামের তথ্য অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থার সঙ্গে তারা ফ্রন্টেক্সের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছে৷ ফ্রাগ ডেন স্টাট বিবৃতিতে বলেছে, ‘‘ফ্রন্টেক্সের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে৷ তারপরও সীমান্ত সংস্থাটি ভূমধ্যসাগর ও অন্য স্থানগুলোতে তাদের কর্মকাণ্ডের তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছে৷ এটা বিপদজনক উদাহরণ৷ স্বচ্ছতা ছাড়া ফ্রন্টেক্সেকে জবাবদিহিতার আওতায় আমরা আনতে পারব না৷ এতে দায়মুক্তি আর ক্ষমতার আরো অপব্যবহারের সুযোগ তৈরি হবে৷’’
উল্লেখ্য ফ্রন্টেক্সের বিরুদ্ধে বিভিন্ন সীমান্তে অভিবাসী, শরণার্থীদের অবৈধভাবে ফেরত পাঠানোর তথ্য লুকানোসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷