রাশিয়ার হামলা শুরুর পর লাখ লাখ ইউক্রেনীয় দেশ ত্যাগ করে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেয়। ফাইল ফটো। ইপিএ/আটিলা বালায
রাশিয়ার হামলা শুরুর পর লাখ লাখ ইউক্রেনীয় দেশ ত্যাগ করে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেয়। ফাইল ফটো। ইপিএ/আটিলা বালায

ইউক্রেন থেকে আসা শরণার্থীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ করতে পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপিয়ান কমিশন। পুরো গ্রীষ্মকাল জুড়েই চলবে এই পরিকল্পনার কাজ।

প্রকল্পের আওতায় ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো যেন ইউক্রেনের শরণার্থীদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে পারে তার উপরও নজর দেওয়া হচ্ছে। 

বলা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের ট্যালেন্ট পুল প্রোগ্রামের আওতায় তৃতীয় কোনো দেশ থেকে বৈধ উপায়ে অভিবাসন এবং মেধাবী কর্মীদের আনতে এটিই প্রথম কোনো পদক্ষেপ। 

ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস স্কিনাস বলেন, ‘‘ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে এটি হয়ে উঠবে টেকসই পদক্ষেপের একটি ভিত্তিপ্রস্তর।’’ 

তার মতে, এই উদ্যোগ যারা ইউরোপে এসে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চায় তাদের জন্য এবং দক্ষকর্মী পেতে ইউরোপের দেশগুলোর জন্য একটি বড় সুযোগ।   

 নতুন এই উদ্যোগের আওতায় বৈধ অভিবাসনের জন্য একটি শক্তিশালী ও কার্যকর ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হবে। এর জন্য ইইউর দেশগুলোতে থাকতে ও কাজ করতে বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে সেগুলোকে উপযোগী করা হবে।

তাছাড়া দীর্ঘমেয়াদে ইউরোপে থাকার বিষয়ে বিদ্যমান নির্দেশনাকে আরো উপযোগী করে তোলা হবে। এবং সবার জন্য সমান সুযোগ ও শোষণ রোধে বিভিন্ন ব্যবস্থা শক্তিশালী করা হবে। 

আর দীর্ঘমেয়াদে ইউরোপে বসবাসকারীদের অধিকার, যেমন, তাদের পরিবারের পুর্নমিলন এবং ইউনিয়নভুক্ত দেশগুলোতে চলাফেরা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কমিশন। 

আরআর/এআই (আনসা) 

 

অন্যান্য প্রতিবেদন