ইউক্রেনে যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা শরণার্থীদের সাহায্যে বরাদ্দ বাড়াতে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি দিয়েছে ১০ টি সদস্য দেশ৷ চিঠিটির একটি অনুলিপি এসেছে বার্তা সংস্থা ডিপিএ-এর হাতে৷
বাজেট বাড়ানোর আহ্বান জানিয়ে চিঠি লেখা দেশগুলোর মধ্যে রয়েছে: স্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও চেক রিপাবলিক৷
এর আগে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে গত মার্চেই দেশগুলোকে কিছু বাজেট বরাদ্দ করেছিল ইউরোপীয় কমিশন৷ পাশাপাশি চলতি বছরের জন্য ১০ বিলিয়ন ইউরোর বিশেষ কোভিড ফান্ড থেকেও বিশেষ বরাদ্দ দেয়া হয়৷ তবে ১০টি দেশের দাবি বর্তমান পরিস্থিতিতে খরচ বেড়ে যাওয়ায় এই অর্থ তাদের জন্য যথেষ্ট নয় এবং এতে দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার শুরুর পর এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছেন৷ তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন বাল্টিক ও পূর্ব ইউরোপের দেশগুলোতে৷ সবচেয়ে বেশি ৩০ লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে পোল্যান্ড৷ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দরিদ্র্য দেশ রোমানিয়ায় আছেন আট লাখ ২৫ হাজার৷ ইউক্রেন ছেড়ে আসাদের মধ্যে ১৩ লাখ ৫৭ হাজারের বেশি দেশটিতে ফেরত গেছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর৷
এফএস/এআই (ডিপিএ)
পড়ুন: ইউক্রেনীয়দের শ্রমবাজারে প্রবেশ করাতে ইইউর নানামুখী পদক্ষেপ