হেওয়া আর.কে গ্রেপ্তারের সময়কার ভিডিও প্রকাশ করেছে এনসিএ | সূত্র: টুইটার স্ক্রিনশট
হেওয়া আর.কে গ্রেপ্তারের সময়কার ভিডিও প্রকাশ করেছে এনসিএ | সূত্র: টুইটার স্ক্রিনশট

একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সন্দেহভাজন নেতাকে বুধবার গ্রেপ্তার করার দাবি করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা- এনসিএ৷ এই মানবপাচার চক্রটি ইংলিশ চ্যানেলে অভিবাসীদের পারাপারের জন্য ছোট নৌকা সরবরাহ করে বলে জানিয়েছে সংস্থাটি।

উত্তর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসী ও শরণার্থীদের সংখ্যা এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি৷ এই যাত্রা বন্ধ করতে যুক্তরাজ্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে৷ এরমধ্যে রয়েছে নৌকায় আসা অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তরিত করার বিতর্কিত উদ্যোগও৷

এনসিএ জানিয়েছে, আটক সন্দেহভাজন অপরাধী হেওয়া আর. ইরান থেকে আসা৷ পূর্ব লন্ডনে নিজের কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে তারা৷

মানবপাচারকারীদের ছোট নৌকা সরবরাহ করার চক্রের সন্দেহভাজন নেতা, ২৯ বছর বয়সি হেওয়া আর.-এর বিরুদ্ধে বেলজিয়ামেও পরোয়ানা রয়েছে৷

এনসিএ-এর টুইট করা এক ভিডিওতে দেখা যায়, একটি কালো মার্সিডিজ গাড়িতে বসে থাকা এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হচ্ছে৷


এনসিএ- এর তদন্ত বিষয়ক উপপরিচালক জ্যাক বিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘এসব অপরাধী চক্রের বেশিরভাগ সদস্য যুক্তরাজ্যের বাইরে অবস্থান করে৷ কিন্তু যুক্তরাজ্যের তাদের কিছু কর্মকাণ্ড চিহ্নিত করতে পেরেছি, আমরা দ্রুতই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবো৷’’

হেওয়া আর. তুরস্ক থেকে এসব নৌকা কিনে এনে জার্মানি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে সরবরাহ করেন বলে অভিযোগ উঠেছে৷ এরপর তার সংগঠনের সদস্যরা সেসব নৌকা অভিবাসীদের ব্যবহারের জন্য উত্তর ফ্রান্সে নিয়ে যান৷

বেলজিয়ামের পশ্চিম ফ্ল্যান্ডার্সে রাষ্ট্রীয় কৌসুলি ফ্রাংক ডেমিস্টার বলেছেন, ‘‘মানবপাচার ঠেকাতে বেলজিয়ান পুলিশ ও বিচার বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে চলেছে৷ আমরা আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে মিলে এ প্রচেষ্টা অব্যাহত রাখবো৷’’

 

অন্যান্য প্রতিবেদন