২০২১ সালের জানুয়ারিতে নিজের বেকারিতে কর্মরত আফ্রিকান অভিবাসীকে ফ্রান্স থেকে বহিষ্কারের বিরুদ্ধে টানা অনশন করে সাড়া ফেলেছিলেন ফরাসি নাগরিক স্টেফান রাভাকলে৷ সে সময় ব্যাপক মিডিয়া কভারেজ পেয়েছিল এই আন্দোলন৷ আগামী জুনে ফ্রান্সের সংসদ নির্বাচনে অতি বাম আনসুমিজ, সোশ্যালিস্ট, সবুজ দল, কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলোর সম্মিলিত জোট ‘নুপ্স’ থেকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন আলোচিত এই বেকারি মালিক৷
আফ্রিকার দেশ গিনি থেকে আসা অভিভাবকহীন নাবালক আশ্রয়প্রার্থী লাই ফোদে ত্রাওরে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন স্টেফান রাভাকলের বেকারিতে৷ সেই আশ্রয়প্রার্থীর অপ্রাপ্তবয়স্কতার আবেদন নাকচ করে দিয়ে তাকে ফরাসি ভূখণ্ড থেকে বহিষ্কারের রায় দেয় স্থানীয় ফরাসি প্রেফেকচুর৷
এই ঘটনার প্রতিবাদে টানা অনশন শুরু করেন স্টেফান রাভাকলে৷ আন্দোলনের ফলে ওই অভিবাসীকে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে বসবাসের অনুমতি দেয় ফরাসি কর্তৃপক্ষ৷
এই মানবিক বেকারি মালিক সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে আরো বড় স্বপ্ন দেখছেন৷ সংসদ সদস্য নির্বাচিত হয়ে অভিভাবকহীন নাবালকসহ পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা ফরাসি সংসদে তুলে ধরতে চান স্টেফান রাভাকলে৷
স্টেফানের সঙ্গে সহমত প্রকাশ করে পূর্ব ফ্রান্সের স্থানীয় ‘দুবস’ ডিপার্টমেন্টের দুই নম্বর সংসদীয় আসন থেকে তাকে প্রার্থী করেছে নিউ পপুলার ইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ইউনিয়ন বা ‘নুপ্স’৷
সদ্য জন্ম নেয়া বাম ও সমমনা দলগুলোর সম্মিলিত এই জোট ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে৷ আগামী জুনের সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জোটের নেতা জঁ লুক মেলনশঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার স্বপ্ন নিয়ে বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁকে চ্যালেঞ্জ করছে এই জোট৷
গত বছরের অনশনের পর থেমে থাকেননি স্টেফান৷ এরপর তিনি তৈরি করেন ‘প্যাট্রনস সলিডায়ারস অ্যাসোসিয়েশন’৷ যার সাহায্যে শিক্ষানবিশ কিশোর আশ্রয়প্রার্থীদের আইনি ও রাজনৈতিক সহায়তা দেয়া হয়৷
নতুন ইচ্ছা ও পরিকল্পনা নিয়ে স্টেফান কথা বলেছেন ইনফোমাইগ্রেন্টসের সঙ্গে৷
ইনফোমাইগ্রেন্টস: আপনি কেন আগামী জুনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন?
স্টেফান রাভাকলে: লাই ফোদের নিয়মিতকরণের জন্য লড়াইয়ের পরে স্থানীয় সোশ্যালিস্ট পার্টির সেনেটর জেরোম ডুরেইন এবং আমি একটি বিলের খসড়া তৈরির জন্য একসঙ্গে কাজ করেছি৷ প্রস্তাবিত আইনে যেসব অভিভাবকহীন শিক্ষানবিশ আশ্রয়প্রার্থী আশ্রয় আবেদন চলা অবস্থায় তাদের কোর্সের অংশ হিসেবে অন্তত একটি ডিপ্লোমা পেয়েছে তাদের সুরক্ষিত এবং দ্রুত বৈধতা পেতে সহায়তা করার সুযোগ ছিল৷ কিন্তু ফরাসি সংসদ ও সেনেটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়৷ সংসদ ও সেনেটে বিতর্কের সময় আমি অভিভাকহীন নাবালকদের সম্পর্কে অনেকগুলি অসত্য শুনেছি৷ বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত নাগরিকত্ব প্রতিনিধি মার্লেন শিয়াপা উল্টো কথা বলেছেন৷ এই সব ভুল তথ্যে রেগে গিয়েছি৷
আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমরা এমন লোকদের কাছে সমস্যা ব্যাখ্যা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি যারা পরিস্থিতির বাস্তবতা জানে না এবং যারা জীবনের বাস্তবতা থেকে অনেক দূরে সরে গিয়েছে৷

সেদিন সত্যিই আমি বুঝতে পেরেছিলাম এসব বাধা দূর করতে হলে আপনাকে সংসদ সদস্য হিসাবে সংসদে প্রবেশ করতে হবে৷ আপনাকে ভিতর থেকে কিছু পরিবর্তন করার চেষ্টা করার জন্য রাজনীতি করতে হবে৷
ইনফোমাইগ্রেন্টস: আপনি যদি ১২ এবং ১৯ জুন হতে যাওয়া নির্বাচনে সাংসদ নির্বাচিত হতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মূল লড়াই কি বিদেশি নাবালকদের অধিকারের জন্য জারি থাকবে?
স্টেফান রাভাকলে: অবশ্যই, এটা আমার হৃদয়ের অংশ৷ এটাই আমার সংসদ সদস্য হতে চাওয়ার মূল অনুপ্রেরণা৷
আমি সামগ্রিকভাবে অভিভাবকহীন নাবালকদের সমস্যাটি সমাধান করতে চাই৷ আমি চাই শিশুদের জন্য নির্ধারিত সামাজিক দপ্তর (ফরাসি উচ্চারণে আএসও) যেন সব তরুণ বিদেশিকে সুরক্ষা দিতে পারে৷আএসও যেন শুধুমাত্র ২১ বা ২৫ বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ না হয়৷
আমাদের নিজের সন্তানরাও ১৮ বছর বয়সের পরে আমাদের সঙ্গে থাকে৷ তারা সাধারণত ২৫ বছর বয়সে তাদের পড়াশোনার পরে পিতামাতার বাড়ি ছেড়ে স্বাবলম্বী হয়ে চলে যেতে সক্ষম হয়৷সেখানে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি যে, এসব বিদেশি অভিভাবকহীন নাবালকেরা ১৮ বছর বয়স থেকেই স্বাবলম্বী হবে৷
আএসও থেকে প্রায় ৪০ শতাংশ শিশু আবারও রাস্তায় চলে যায়৷ এই দপ্তরের একটি বড়সড় অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এবং এটির অবশ্যই সমাধান করা উচিত৷
ইনফোমাইগ্রেন্টস: অনশনের ফলে বৈধতা পান লাই ফোদে ত্রাওরে৷ নিয়মিতকরণের পর এখন কেমন আছেন তিনি?
স্টেফান রাভাকলে: সে কিছুদিন আগে প্রেমে পড়েছে এবং তার বাগদত্তার সঙ্গে ফ্রান্সের দিজন শহরে বাস করছে৷আমি তাকে একজন ভাল মালিকের অধীনে চাকুরি খুঁজে পেতে সাহায্য করেছি৷ সে এখন অন্য একটি বড় বেকারিতে শিক্ষানবিশি চালিয়ে যাচ্ছে৷ যদিও সে এখন বোজনসোঁ শহর ছেড়ে চলে গেছে তবুও আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি৷
এমএইউ/আরকেসি