ইটালিতে অবস্থানরত বিদেশিদের মধ্যে ২০২১ সালে সবচেয়ে বেশি বৈদশিক মুদ্রা পাঠিয়েছেন বাংলাদেশিরা৷ ভেনিসের গবেষণা সংস্থা ফুন্দাসিওনে লিওনে মোরেসা এই তথ্য জানায়৷
সংস্থাটি জানায়, ২০২১ সালে ইটালি থেকে বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর পরিমাণ তার আগের বছর, অর্থাৎ ২০২০ সালের তুলনায় শতকরা ১২ দশমিক দুই ভাগ বেড়েছে৷ ২০২১ সালে ইটালিতে অবস্থানরত বিদেশিরা দেশে মোট ৭৭০ কোটি ডলারের সম পরিমান বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন৷
গবেষণায় দেখা গেছে, নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে এগিয়ে আছেন বাংলাদেশিরা৷ ইটালিতে অবস্থানরত বাংলাদেশিরা ২০২১ সালে ৮৭ কোটি ৩০ লাখ ডলার নিজ দেশে পাঠিয়েছেন৷ বাংলাদিশেদের পাঠানো এই রেমাট্যান্সের পরিমাণ ইটালি থেকে বিভিন্ন দেশে যাওয়া মোট রেমিট্যান্সের শতকরা ১১ দশমিক তিন ভাগ৷
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানিরা এবং তৃতীয় অবস্থানে ফিলিপিনোরা৷
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২১ সালে ইটালিতে বসবাসরত ৫২ লাখ বিদেশির প্রত্যেকে প্রতি মাসে গড়ে একশ ৩০ ডলার করে নিজ দেশে পাঠিয়েছেন৷
তথ্য অনুযায়ী, বিদেশিদের মধ্যে জনপ্রতি টাকা পাঠানোর হারেও এগিয়ে বাংলাদেশিরা৷ গবেষণাটি বলছে, ২০২১ সালে ইটালিতে অবস্থানরত প্রতিজন বাংলাদেশি গড়ে চারশ ৭৭ ডলার করে পাঠিয়েছেন৷
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সেনেগালিরা৷ প্রতিমাসে তারা গড়ে তিনশ ৮৪ ডলার করে নিজ দেশে পাঠিয়েছেন৷
এই সময়ে ইটালির উত্তরের লোম্বার্দি অঞ্চল থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণ করা হয়েছে বলে জানায় গবেষণাটি৷ আর দ্বিতীয় অবস্থানে রয়েছে লাইজো অঞ্চল৷
আরআর/এসিবি (আনসা)