মানবপাচার ঠেকাতে প্রায়ই অভিযান চালায় অস্ট্রিয়া পুলিশ৷ ফাইল ফটো: পিকচার-অ্যালায়েন্স/এপিএ/রবার্ট ইয়েগার৷
মানবপাচার ঠেকাতে প্রায়ই অভিযান চালায় অস্ট্রিয়া পুলিশ৷ ফাইল ফটো: পিকচার-অ্যালায়েন্স/এপিএ/রবার্ট ইয়েগার৷

মানবপাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২০৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নের৷

তিনি জানান, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র এবং রোমানিয়া পুলিশ ওই ব্যক্তিদের আটক করেছে৷

সন্দেহ করা হচ্ছে যে, আটককৃতরা অভিবাসনপ্রত্যাশীদের, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া থেকে আসা শরণার্থীদের জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে পাচার করার কাজে যুক্ত৷    

গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৬,১০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে পাচার করা হয়েছে৷ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে এমন পাচার কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো বলে জানা গেছে৷    

আর এই সময়ে পাচারকারীরা ১৫ কোটি ২০ লাখ ইউরোরও বেশি হাতিয়ে নিয়েছে৷ 

পাচারকারীদের ঠেকাতে অনেদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রিয়ার পুলিশ৷ এক অভিযানে দেশটির পুলিশ রাজধানী ভিয়েনার বিভিন্ন অঞ্চলে মোটর কারখানার সন্ধান পায়৷ অভিযানের সময় পুলিশ এসকল কারখানা থেকে ৮০টি গাড়ি উদ্ধার করে৷ 

পুলিশের ধারণা, ওই গাড়িগুলো অভিবাসনপ্রত্যাশীদের পাচারের কাজে ব্যবহার করা হতো৷ 

তার আগে গত বছরের অক্টোবর মাসে হাঙ্গেরি সীমান্তে একটি গাড়ি থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে অস্ট্রিয়া পুলিশ৷ তখন সেই গাড়ি থেকে ৩০ জনকে জীবিতও উদ্ধার করা হয়৷ পুলিশের দাবি, পাচারকারীরা গাড়িতে করে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাচ্ছিলেন৷ 

পরে সেই ঘটনার জের ধরে পার্শ্ববর্তী দেশ লাটভিয়া থেকে পাচারকারী দলের সন্দেহভাজান এক নেতাকে আটক করা হয়৷ 

আরআর/এসিবি (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন