ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সোসপেল নামক এলাকায় একটি ভ্যানে থাকা ২৩ জন অনিয়মিত অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে ফরাসি পুলিশ। পাশাপাশি এসব অভিবাসীদের ইটালি থেকে ফ্রান্সে পাচারে সহায়তা করা দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার ১৫ মে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের সীমান্তবর্তী রোয়া উপত্যকার সোসপেল অঞ্চলের একটি ভ্যানে থাকা ২৩ জন অনিয়মিত অভিবাসীকে পাচারে বাধা দিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় দৈনিক নিস মাতা জানিয়েছে, সীমান্ত এলাকায় ফরাসি পুলিশের একটি টহল দলের সামনে অভিবাসী বহন করা গাড়িটি আটকে পড়ে। সেখান থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়।
ফরাসি টিভি বিএফম এর নিস কোত দাজুর শাখার মতে, গ্রেপ্তারকৃত দুই পাচারকারীর বয়স যথাক্রমে ২২ এবং ২৬ বছর। তারা ইটালির ভিন্তেমিলে শহরে থাকা দালাল চক্রের সহায়তায় এই কাজ করছিল। তদন্তের প্রাথমিক পর্যায়ে দেখা গেছে অভিবাসীদের ভ্যানে করে সীমান্ত অতিক্রম করতে জনপ্রতি ১০০ থেকে ১৫০ ইউরো দিতে হয়েছিল।
সোমবার ১৬ মে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত দুই পাচারকারীর প্রত্যেককে ২০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে৷ পাচারে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে বিএফএম টিভি।
২৪ ঘণ্টা সংবাদ প্রচার করা এই বেসরকারি টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, ভ্যানে থাকা অনিয়মিত অভিবাসীরা নাইজেরিয়া, ইরাক ও তুরস্কের নাগরিক। তাদেরকে ইটালিতে ফিরিয়ে দিতে স্থানীয় সীমান্ত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইটালি থেকে ফরাসি ভূখণ্ডে প্রবেশ করতে চেষ্টা করা অনিয়মিত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য রোয়া উপত্যকা অন্যতম পয়েন্ট। সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকে। যার ফলে সীমান্তে প্রায়ই অনিয়মিত অভিবাসীদের ধরপাকড় করা হয়।

ফরাসি কর্তৃপক্ষ ২০১৫ সাল থেকে ইটালি ও স্পেনের সঙ্গে থাকা সীমান্তগুলির নিয়ন্ত্রণ বেশ কঠোর করেছে। পরবর্তীতে সন্ত্রাসী হামলার হুমকি এবং কোভিড -১৯ জনিত স্বাস্থ্য সংকটের কারণ দেখিয়ে এই নিয়ন্ত্রণ আরো বাড়ানো হয়েছে।
এমএইউ/আরকেসি