রাশিয়া হামলা চালানোর পর ইউক্রেন থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে আশ্রয় নিয়েছেন৷ শরণার্থীদের অনেকে চেক প্রজাতন্ত্রের বিভিন্ন খাতে কাজ করছেন যে খাতগুলোতে দীর্ঘদিন ধরে কর্মী সংকট ছিল৷
চেক সরকার এক প্রস্তাবনায় বলছে,কাজ না করলে ইউক্রেনীয়দের কোনো কল্যাণমূলক সুবিধা দেওয়া হবে না৷
যুদ্ধ শুরুর পর পরই সাড়ে তিন লাখের মতো ইউক্রেনীয় শরণার্থী চেক রিপাবলিকে আশ্রয় নেন৷ পরে অশ্য তাদের এক-তৃতীয়াংশই হয় নিজ দেশে ফেরত গিয়েছেন অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন৷
যারা চেক প্রজাতন্ত্রে রয়ে গিয়েছেন তাদের মধ্যে ৫০ হাজারের বেশি লোক দেশটিতে কাজ করতে শুরু করেছে৷ চেক প্রজাতন্ত্রের কর্মসংস্থান অফিসের তথ্য বলছে, ইউক্রেনীয়রা এমন সব খাতে কাজ শুরু করেছেন যে খাতগুলো দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে ভুগছিল৷
এমন পরিস্থিতিতে চেক সরকার শরণার্থীদের দেওয়া কল্যাণমূলক সুবিধা প্রদান কিছুটা কঠিন করে তুলছে৷ যেমন সরকারের এক প্রস্তাবনায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক শরণার্থীরা আশ্রয় নেওয়ার পর প্রথম ছয় মাস বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন৷এরপর এই সুবিধা পাওয়ার বিষয়টি শরণার্থীর চাকরির সঙ্গে যুক্ত হবে৷
তাছাড়া, যুদ্ধের কারণে চেক রিপাবলিকে আশ্রয় নেওয়া শরণার্থীরা যারা সরকারের আশ্রয়শিবিরে অবস্থান করছেন তারা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন৷
শরণার্থীদের কাজ করতে উৎসাহিত করতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি সরকারের৷উল্লেখ্য বাস্তবায়নের আগে সরকারের এই পরিকল্পনা দেশটির সংসদে অনুমোদিত হতে হবে৷
এদিকে দেশটির ট্রেড ইউনিয়ন কনফেডারেশন সিএমকেওএস সতর্ক করে বলেছে, এমন পদক্ষেপের ফলে ইউক্রেনের শরণার্থীরা শ্রমিক হিসেবে শোষণের শিকার হতে পারেন৷
আরআর/আরকেসি (ডিপিএ)