ইটালির প্রতিষ্ঠান 'কন ই বাম্বিনি' (শিশুদের জন্য) এক হাজার ৪০০ জনেরও বেশি আফগান শিশুর জন্য একটি উদ্যোগ নিয়েছে৷ ৩.২ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৩১ কোটি টাকার এই প্রকল্পে প্রায় ১০০টি সামাজিক সংগঠন জড়িত রয়েছে৷
সংগঠনগুলি ইতিমধ্যে অপ্রাপ্তবয়স্ক আফগানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে৷ অপ্রাপ্তবয়স্ক আফগানদের সঙ্গে স্থানীয়দের মেলবন্ধনের চেষ্টাও চালাচ্ছে তারা৷
অপ্রাপ্তবয়স্ক আফগানদের জন্য এই সহায়তাকে ইটালিতে বলা হচ্ছে, কমুনিটা এন ক্রেসিটা (এই গোষ্ঠীর সংখ্যা বাড়ছে)৷ অপ্রাপ্তবয়স্ক আফগানদের শিক্ষার জন্য যে তহবিল গঠন করা হয়েছে, এটি তার অংশ৷
গত ১৯ মে রোমে এই উদ্যোগটি চালু করা হয়েছে৷ ‘কন ই বাম্বিনি’র সভাপতি মার্কো রসি-ডরিয়া বলেন, ‘‘গত বছর আগস্টের শেষের দিকে, অপ্রাপ্তবয়স্কদের শিক্ষার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে৷ একে বলা হচ্ছে ‘আফগান শিশুদের সঙ্গে’৷ স্কুলবাড়ির ভিতরে এবং বাইরে শিক্ষার প্রসারে একসঙ্গে কাজ করা হবে৷ আফগানিস্তান থেকে ইটালিতে পৌঁছেছে এমন নাবালক ও পরিবারকে এতে অন্তর্ভুক্ত করতে তারা কাজ করবে৷’’
১০০টি সামাজিক সংগঠন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এক হাজার ৪৩০ জন আফগান শিশুদের কাছে পৌঁছাতে সংস্থাটি কাজ শুরু করেছে৷ মার্কো বলেন, ‘‘ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিতে হবে যাতে একইরকম কোনো ক্ষেত্রে এটি ফের প্রয়োগ করা যায়৷’’

প্রত্যেক নাবালকের জন্য স্বতন্ত্র পরিকল্পনা
প্রত্যেক সাহায্যপ্রাপ্ত নাবালক স্বতন্ত্র শিক্ষামূলক পরিকল্পনা থেকে উপকৃত হবেন৷ এই ভার বহন করা হবে৷ নাবালক পিছু মোট খরচ প্রায় এক লাখ ১৫ হাজার টাকা৷
স্থানীয়, বৃহৎ, জাতীয়– এই তিনটি আঞ্চলিক স্তরের উপর ভিত্তি করে প্রকল্পের সংগঠন তৈরি করা হয়েছে৷ লম্বার্ডিতে রয়েছে ২৪৬ জন অপ্রাপ্তবয়স্ক নাবালক৷ এদের ভার প্যাঞ্জিয়া ওনলুসের উপর৷ লিগুরিয়া এবং পিয়েডমন্টে রয়েছে ১৮৯ জন অপ্রাপ্তবয়স্ক নাবালক৷ এদের ভার ‘সেভ দ্য চিলড্রেন্স’-এর উপরে৷
এমিলিয়া রোমাগনা, ভেনেটো এবং ফ্রিউলির ১৯৩ জন অপ্রাপ্তবয়স্কের ভার ইটালিয়ান রিফিউজি কাউন্সিলের উপরে৷ আর্কির উপরে দায়িত্ব রয়েছে লাজিও এবং কাম্পানিয়ার ২৪১ জন অপ্রাপ্তবয়স্কের৷ কো-অপারেটিভ সোশিয়ালে ২ দেখছে সার্ডিনিয়া এবং টাসকানির ১৯৫ জন অপ্রাপ্তবয়স্ককে৷ এরকম একাধিক সংগঠনকে এলাকাভিত্তিক ভাবে অপ্রাপ্তবয়স্ক আফগানদের দায়িত্ব দেয়া হয়েছে৷
কন-ই-বাম্বিনি ছাড়াও টাভোলে মিনোরি মিগ্রান্টি, টাভোলো আসিলো এ ইমিগ্রাজিওনে, এওআই, কনসরজিও কমুনিটাসের মতো মানবিক সংগঠন তত্ত্বাবধানকারী জাতীয় দলের মধ্যে রয়েছে৷ তারা সবাই আফগান শিশুদের নিয়ে একসঙ্গে কাজ করবে৷
আরকেসি/এসিবি (আনসা)