ফরাসি সংসদ নির্বাচনের বাকি আর তিন সপ্তাহ। অভিবাসন সংস্থা সকুর ক্যাথলিকের সহায়তায় এক ডজন অনথিভুক্ত অভিবাসী তাদের নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব অভিবাসীরা চিঠিতে তাদের অবস্থা সম্পর্কে সচেতন করে নিয়মিতকরণের পাশাপাশি ফরাসি শ্রমবাজারে প্রবেশের দাবি জানাবে।
চলতি সপ্তাহের শেষেই চিঠিটি প্যারিসের ১৬ নং সংসদীয় আসনের বর্তমান সরকারি দল ‘রেনোসঁন্স’এর প্রার্থী ইয়ানিস বাচা এবং বাম ও পরিবেশবাদী দলগুলোর জোট ‘নুপ্স’ এর প্রার্থী সারাহ লেগ্রেইনের কার্যালয়ে পৌঁছে যাবে। অভিবাসন বিষয়ক এনজিও সকুর ক্যাথলিক সমর্থিত অভিবাসীদের একটি দলের লেখা এই চিঠিতে অনথিভুক্ত অভিবাসীদের সবগুলো দাবিকে একত্রিত করে তুলে ধরা হয়েছে।
“আমরা স্বাধীনতা চাই, ফরাসিদের মতো সমাজে একীভূত হয়ে কাজ করতে চাই”, “আমরা আবাসন, ভ্রমণ, বসবাসের অনুমতি, স্থিতিশীলতা, প্রশিক্ষণের জন্য অর্থায়নে চাই।” অনথিভুক্ত অভিবাসীদের অধিকার ও নিয়মিতকরণের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়া এনজিওগুলো বছরের পর বছর ধরে এসব ভিন্ন ভিন্ন প্রস্তাবগুলো সামনে রেখে আন্দোলন করে আসছে।
প্যারিসে অবস্থিত সকুর ক্যাথলিকের সিইডিআরই নামক কেন্দ্রে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালার সময় তিন মাস ধরে প্রতি সপ্তাহে আগ্রহী সংগঠন ও ব্যক্তিদের সাথে পুনরায় আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন>>ডিজিটালাইজড হল ফরাসি আশ্রয়বিষয়ক দপ্তর অফপ্রা’র কিছু সেবা
সিইডিআরই কেন্দ্রের সমন্বয় আদ্রিয়া কর্নেক ইনফোমাইগ্রেন্টসকে বলেন, “আমরা মার্চ মাস থেকে প্রতি মঙ্গলবার ১০ জনের একটি দলের সাথে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছি। আমরা ডান ও বাম রাজনৈতিক দলগুলোর অভিবাসন নিয়ে মতপার্থক্য, অভিবাসীদের বিষয়ে প্রার্থীদের প্রস্তাবনা নিয়ে কথা বলেছি।”
তিনি আরও যোগ করেন, “এইভাবে আমরা সংসদ নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করার প্রস্তাব দিয়েছিলাম, তাতে তারা সম্মত হয়েছিল। আগামী পাঁচ বছর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যেসব প্রস্তাব রাখলে অভিবাসীদের জন্য সুবিধা হবে সেসব বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছি: যেমন আবাসনের অনুমতি বা রেসিডেন্স কার্ড পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং অনথিভুক্ত অভিবাসীদের শ্রম বাজারে প্রবেশের অনুমতি।”
পড়ুন>> ফ্রান্সে গাড়িতে ২৩ অনিয়মিত অভিবাসীর খোঁজ, গ্রেপ্তার দুই পাচারকারী
আলোচনায় অংশ নেয়া অভিবাসীরা রাস্তার মানবেতর জীবনের কষ্টগুলো স্মরণ করছিল। ভাষা না জানা এবং ফরাসি প্রশাসনিক ব্যবস্থার জটিলতার কারণে সৃষ্ট নানান হয়রানির কথা তারা তুলে ধরে।
অভিবাসীরা জানায়, “আমরা রাস্তায়, স্কোয়াট বা বিভিন্ন অস্থায়ী বাড়িতে, ট্রেন ও মেট্রো স্টেশনে, রাতের বাসে, দুর্দশায়, খোলা-বাতাসের নীচে উন্মুক্ত কারাগারে নানা দুর্দশা ও কষ্টের সাথে বাস করি।”
এসব অনথিভুক্ত অভিবাসীরা চিঠির মাধ্যমে তাদের আসনে নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের সাথে দেখা করতে চায়। তারা প্রার্থীদের কাছে অনিয়মিত অভিবাসীদের দৈনন্দিন অসুবিধার কথা বর্ণনা করতে চান। সকুর ক্যাথলিক সমর্থিত সিইডিআরই কেন্দ্রের মতে, “দুই প্রার্থীকেই সংশ্লিষ্ট অনিয়মিত অভিবাসীদের সাথে দেখা করার জন্য বেশ আগ্রহী ও উদার বলে মনে হচ্ছে।"
পড়ুন>>বেলজিয়ামে লটারিতে জেতা আড়াই কোটি টাকা তুলতে পারছেন না এক অভিবাসী
গত এপ্রিলে রাষ্ট্রপতি নির্বাচন এবং এমানুয়েল ম্যাক্রোঁর পুনঃনির্বাচনের পরে আগামী ১২ ও ১৯ জুন দুই দফায় ফরাসি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে ৫৭৭ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৮৯ টি আসন। এমানুয়েল ম্যাক্রঁর দলের জন্য এবার বাম ও পরিবশবাদী দলগুলোর নতুন জোট ‘নুপ্স’ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমএইউ/এআই