খলিল আহাদ-আফগানিস্তানের কাবুল থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গ্রিসে এসেছিলেন। তিনি সামোস দ্বীপে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৷ ছবি: এপি ফটো/লেফটারিস পিটারাকিস
খলিল আহাদ-আফগানিস্তানের কাবুল থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গ্রিসে এসেছিলেন। তিনি সামোস দ্বীপে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৷ ছবি: এপি ফটো/লেফটারিস পিটারাকিস

গ্রিসে আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের বেশিরভাগ তথ্য শুধুমাত্র গ্রিক ভাষায় পাওয়া যায়৷ সেখানে প্রচুর শব্দ সংক্ষিপ্তরূপে লেখা থাকে। এ ছাড়াও আশ্রয় আবেদনের একাধিক নিয়ম রয়েছে৷ সেগুলি কী কী জেনে নিন৷

এডিইটি-বসবাসের অনুমতি

শরণার্থী মর্যাদা থাকলে বা বিশেষ সহায়ক সুরক্ষা থাকলে গ্রিসে ‘রেসিডেন্স পারমিট’ পাওয়া সম্ভব৷ এই বসবাসের অনুমতি শরণার্থী মর্যাদাপ্রাপ্তদের ক্ষেত্রে তিন বছরের জন্য বৈধ৷ সুরক্ষাপ্রাপ্তদের ক্ষেত্রে এটি এক বছরের জন্য বৈধ (এটি নবায়নের সম্ভাবনাও রয়েছে)৷

রেসিডেন্স পারমিট (এডিএটি) মঞ্জুর হয়েছে এমন চিঠি পেলে ‘ফিজিক্যাল পারমিট’-এর জন্য পাসপোর্ট অফিস বা থানায় আবেদনপত্র জমা দিতে হবে৷ আঞ্চলিক আশ্রয় অফিস তখন বলে দেবে যে কোন অফিসে যেতে হবে৷

এএফএম (কর নম্বর)

গ্রিসে বৈধ উপায়ে কাজ করার জন্য কর নম্বর জরুরি ৷ এএফএম নিবন্ধিকরণ সম্পূর্ণ হলে অ্যাসাইলাম কার্ড আসে৷ গ্রিক অ্যাসাইলাম সার্ভিস অফিস, রিসেপশন অ্যান্ড আইডেন্টিফিকেশন সেন্টার (আরআইসিএস) এবং অন্যান্য আবাসন সংক্রান্ত অফিস থেকে এই নম্বর দেয়া হয়৷

যদি কর্তৃপক্ষ চূড়ান্ত আবেদন প্রত্যাখ্যান করে, তখন এএফএম নম্বর নিষ্ক্রিয় করা হয়৷ যারা গৃহহীন, তাদের জন্য এএফএম পাওয়া কঠিন বা অসম্ভব।

দ্রষ্টব্য: এএফএম নম্বরটিকে কখনও কখনও টিআইএন হিসেবে উল্লেখ করা হয়।

এএমকেএ (সামাজিক সুরক্ষা নম্বর-স্থায়ী)

এএমকেএ হল সামাজিক সুরক্ষা নম্বর যা গ্রিসে কাজ করার জন্য প্রয়োজন৷ এ ছাড়া বিনামূল্যে স্বাস্থ্য সেবাসহ কল্যাণমূলক পরিষেবা পাওয়া যায়৷

এএমকেএ-এর জন্য বিনামূল্যে আবেদন করা যায়৷ যেকোনো কেইপি (নাগরিক পরিষেবা কেন্দ্র), কেইএম (সেন্টার ফর ইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্টস), বা ইএফকেএ/আইকেএ (জাতীয় স্বাস্থ্যবিমা সংস্থা) অফিসে এই আবেদন করা যেতে পারে।

এএমকেএ-এর জন্য আবেদন করার সময় বৈধ ‘আন্তর্জাতিক সুরক্ষা কার্ডের জন্য আবেদনকারী’ (আশ্রয়প্রার্থীর কার্ড) এবং ঠিকানার প্রমাণ দিতে হবে।

ডিওওয়াই (কর অফিস)

এখানেই কর নম্বরের (এএফএম) জন্য আবেদন করতে হবে৷ এখানে অফিসের তালিকা রয়েছে, তবে সাইটটি শুধুমাত্র গ্রিক ভাষাতেই রয়েছে৷

ইউরোপে আসা অভিবাসীদের জন্য অন্যতম গন্তব্যগুলির মধ্যে একটি হল গ্রিস৷
ইউরোপে আসা অভিবাসীদের জন্য অন্যতম গন্তব্যগুলির মধ্যে একটি হল গ্রিস৷


ইএসটিআইএ (আশ্রয়প্রার্থীদের জন্য থাকার ব্যবস্থা)

আবাসন, খাদ্য এবং অন্যান্য সহায়তা পরিষেবা যেমন কাউন্সেলিং প্রদান করে ইএসটিআইএ৷ এটি শুধুমাত্র আশ্রয়প্রার্থীদের জন্য প্রযোজ্য৷ যদি একজন ব্যক্তিকে আন্তর্জাতিক সুরক্ষা বা সহায়ক সুরক্ষা প্রদান করা হয়, তাহলে তাকে ৩০ দিনের মধ্যে বাসস্থান ছেড়ে যেতে হবে৷ ইএসটিআইএ-র সুবিধা আর মিলবে না৷

২০২০ সালের শেষ থেকে ইউরোপীয় কমিশন এতে অর্থায়ন করে৷ এ ছাড়াও গ্রিক সরকার এটি পরিচালনা করে৷ তবে জাতীয় বা স্থানীয় কর্তৃপক্ষ, ট্রেড ইউনিয়ন, এনজিও এবং অন্যান্য সংস্থাও এর সঙ্গে রয়েছে৷ এটি আগে জাতিসংঘ পরিচালনা করত৷

এ ছাড়াও ইএসটিআইএ আশ্রয়প্রার্থীদের দৈনন্দিন খরচ মেটানোর জন্য আর্থিক সহায়তা করে৷

এইচইএলআইওএস (আন্তর্জাতিক সুরক্ষার সুবিধাভোগীদের জন্য হেলেনিক ইন্টিগ্রেশন সহায়তা)

এইচইএলআইওএস বা হেলিওস হল আন্তর্জাতিক সুরক্ষা দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের জন্য সীমিত আবাসন প্রোগ্রাম৷ বাসস্থান সহায়তার পাশাপাশি এটি গ্রিক ভাষা শিখতে এবং চাকরি খুঁজতে সাহায্য করে৷ এটি আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম পরিচালিত৷ ইউরোপীয় কমিশন এতে অর্থায়ন করে৷

কেইএ: সামাজিক সংহতি আয় (এসএসআই)

এসএসআই হল জাতীয় কল্যাণ ব্যবস্থা যা সামাজিক সুবিধা দিতে পারে৷ শরণার্থী বা সহায়ক সুরক্ষার সুবিধাভোগীরা এসএসআই-এর জন্য আবেদন করতে পারেন৷ তবে আশ্রয়প্রার্থীরা আবেদন করতে পারবেন না৷

গৃহহীন শরণার্থী বা কর্মহীন ব্যক্তি অর্থাৎ যার নিয়মিত আয় নেই, তার ক্ষেত্রে গৃহহীনতার প্রমাণ বা একটি চুক্তির (রেন্টাল কনট্রাক্ট) প্রয়োজন৷ যদি ইতিমধ্যেই হেলিওস প্রোগ্রাম বা ইএসটিআইএ নগদ সহায়তা কার্ডের অধীনে কেউ দৈনিক ভাতা পান, তাহলে এসএসআই নাও মিলতে পারে৷

এসএসআই-এর জন্য আবেদন করার জন্য এডিএটি, এএফএম এবং এএমকেএ প্রয়োজন৷

পাকিস্তান থেকে আসা ১৮ বছর বয়সি অভিবাসী হাসান মোহাম্মদ৷ তিনি গ্রিসে দর্জি হিসাবে কাজ পেয়েছেন | ছবি: ফ্লোরিয়ান স্মিৎজ/ডিডাব্লিউ
পাকিস্তান থেকে আসা ১৮ বছর বয়সি অভিবাসী হাসান মোহাম্মদ৷ তিনি গ্রিসে দর্জি হিসাবে কাজ পেয়েছেন | ছবি: ফ্লোরিয়ান স্মিৎজ/ডিডাব্লিউ


কেইপি (নাগরিক পরিষেবা কেন্দ্র)

গ্রিসজুড়ে এই অফিস রয়েছে৷ এখানে সামাজিক নিরাপত্তা (এএমকেএ) নম্বরের জন্য আবেদন করা সম্ভব।

ওএইডি (হেলেনিক কর্মসংস্থান সংস্থা)

এটি হল কর্মহীনদের সহায়তা সংক্রান্ত অফিস। এএফএম এবং বসবাসের প্রমাণ থাকলে বেকারত্ব সংক্রান্ত কার্ড পাওয়া সম্ভব৷ এথেন্স এবং থেসালোনিকিতে বিনামূল্যে গণপরিবহন এবং অন্য সুবিধা পাওয়া সম্ভব। তিন মাস অন্তর কার্ড নবায়ন করতে হবে।

পিএএওয়াইপিও ( অস্থায়ী বিমা এবং স্বাস্থ্য-সহায়তা নম্বর)

গ্রিসে আশ্রয়ের জন্য আবেদন করা সমস্ত অভিবাসীদের একটি অস্থায়ী সামাজিক সুরক্ষা নম্বর দেওয়া হয়৷ তারা কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে এটি ৷ এছাড়া এই নম্বর থাকলে গ্রিসে কাজ করার অধিকারও রয়েছে৷

অভ্যর্থনা এবং শনাক্তকরণ কেন্দ্র

এজিয়ান দ্বীপপুঞ্জের লেসবোস এবং শিওসে, উত্তর-পূর্ব গ্রিসের ইভরোস নদীর কাছে ফাইলাকিওতে এই কেন্দ্র রয়েছে৷ অনিয়মিত পথে গ্রিসে এলে আশ্রয়ের আবেদনের প্রক্রিয়া চলাকালীন তাকে একটি আরআইসি অথবা সিসিএসি-তে থাকতে হবে৷

এ ছাড়াও আরও কিছু জরুরি শব্দ

ইউরোডাক (ইইউআরওডিএসি): আশ্রয়প্রার্থীদের আঙুলের ছাপ রেকর্ড এবং সংরক্ষণের জন্য ইউরোপীয় ডেটাবেস৷

ডাবলিন রেগুলেশন: ইউরোপীয় ইউনিয়নের আইন নির্ধারণ করে আশ্রয়ের আবেদন কোনো দেশের কর্তৃপক্ষ বিবেচনা করবে ৷ সাধারণত ইউরোপের যে দেশটিতে আশ্রয়প্রার্থী প্রথম প্রবেশ করেন, সেই দেশের কর্তৃপক্ষকেই এটি দেখতে হয়৷

ইওডিওয়াই-জাতীয় জনস্বাস্থ্য সংস্থা

ইএফকেএ/আইকেএ- গ্রিক জাতীয় স্বাস্থ্যবিমা সংস্থা


আরকেসি/এআই

 

অন্যান্য প্রতিবেদন