ভূমধ্যসাগর পেরিয়ে ইটালিতে আগত অভিবাসীদের উপর আরোপিত প্রমোদতরীতে কোয়ারেন্টাইন পালনের নিয়ম শেষ হয়েছে। কোভিড মহামারি চলাকালীন সময় অভিবাসীদের জন্য ইটালির এই নিয়ম মানবাধিকার লঙ্ঘন করছে দাবি করে ব্যাপক সমালোচনা করেছিল বিভিন্ন সংগঠন।
ইটালির স্বাস্থ্য মন্ত্রী রবার্তো স্পেরানজার মঙ্গলবার জানিয়েছেন, ইটালিতে প্রবেশ করা অভিবাসীদের আর কোন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে না। প্রকৃতপক্ষে এই অধ্যাদেশটির মেয়াদ শেষ হয়ে গেছে।
ইটালীয় সংবাদমাধ্যমগুলোর মতে, স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা অধ্যাদেশটির মেয়াদ বাড়াতে কোনো পদক্ষেপ না নেয়ায় চূড়ান্তভাবে এই নিয়মের সমাপ্তি ঘটেছে ।
উল্লেখ্য, এর আগে সমুদ্রে উদ্ধার জাহাজ কিংবা উপকূলরক্ষীদের মাধ্যমে উদ্ধার হয়ে ইটালিতে আসা অভিবাসীদের একটি করোনা টিকা সার্টিফিকেট, একটি এন্টিবডি সার্টিফিকেট অথবা একটি নেগেটিভ পিসিআর টেস্টের প্রমাণ উপস্থাপন করতে হতো। এসবের যেকোনো একটি নথির অনুপস্থিতির ক্ষেত্রে একজন ব্যক্তিকে একটি জাহাজে পাঁচ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হতো৷
পড়ুন>>ইটালিতে প্রতিদিন গড়ে ৩০ শিশু নিখোঁজ
এই সাগরে ভাসমান ও বিচ্ছিন্ন কোয়ারেন্টাইনের আয়োজন করতে সরকারের কাছে বেশ কয়েকটি জাহাজ চাওয়া হয়েছিল। ইটালীয় দৈনিক ইল ম্যানিফেস্টোর জানিয়েছে, কোয়ারেন্টাইন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের শুধুমাত্র মার্চ ও এপ্রিল মাসেই আনুমানিক খরচ হয়েছে ১৬০ কোটি টাকা।
কোয়ারেন্টাইনের জন্য ভাড়া নেয়া ‘অরেলিয়া’ এবং ‘জিএনভি আজজুরা’ নামে জাহাজ দুটি মূলত পর্যটন খাতের বেসরকারি জাহাজ।
গত দুই বছর ধরেই সমুদ্রে ভাসমান জাহাজে আশ্রয়প্রার্থীদের কোয়ারেন্টাইন নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক চলছিল। বিভিন্ন অভিবাসন সংস্থা, এনজিও ও অধিকার সংগঠন একযোগে ইটালি কর্তৃপক্ষের কাছে এই ব্যবস্থার সমালোচনা ও নিন্দা জানিয়ে আসছিলেন। যার ফলে স্বভাবতই চাপে ছিল দেশটির সরকার।
আরও পড়ুন>>ইটালি সীমান্তে স্থাপিত ফরাসি কার্যালয়ের বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের অভিযোগ
ইটালীয় অভিবাসন সংস্থা এএসজিআই-এর একজন সদস্য ও অভিবাসন সংক্রান্ত আইনি বিশেষজ্ঞ ২০২১ সালের এপ্রিলে ইনফোমাইগ্রেন্টসকে বলেছিলেন, “এই বন্দী ব্যবস্থাগুলি অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্যমূলক এবং সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ। কারণ এর ফলে তারা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছেন।”
পড়ুন>>আশ্রয়প্রার্থীদের জন্য ইটালিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
২০২০ সালে এভাবে কোয়ারেন্টাইনে থাকার পর দুই অভিভাবকহীন নাবালকের মৃত্যু হয়েছিল। তারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। পরবর্তীতে তাদেরকে দ্রুত ইটালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় শিশু দুটি।
সেই ঘটনার পরে অবশ্য নাবালকদের আর জাহাজে কোয়ারেন্টাইনে রাখা হয়নি৷
এমএইউ/এআই